এবার গ্রাহকদের জন্য বিনামূল্যে এসি সার্ভিসিং ক্যাম্পের আয়োজন করেছে জাপানি সংস্থা নিসান। জানা গিয়েছে দুই মাসব্যাপী চলবে এই আয়োজন। চলতি বছরের ১৫ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত চলবে এই চেকআপ ক্যাম্প। ভারতজুড়ে চলবে এই সার্ভিস।
গোটা দেশে নিসানের ১২০টা সার্ভিস সেন্টার রয়েছে। এই সেন্টারেই ফ্রি সার্ভিস দেওয়া হবে গ্রাহকদের। এছাড়া লেবার চার্জের উপর ২০ শতাংশ ছাড় এবং ভ্যালু অ্যাডেড সার্ভিসের উপর ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকেরা।
এই তীব্র গরমে এসি ছাড়া গাড়ি চালাতে পারছেন না অনেকেই। ফলে, প্রত্যেকেই গাড়ি নিয়ে বেরলেই এয়ার কন্ডিশনিং সিস্টেমের ব্যবহার করছে। এই কারণের জেরে দিনে দিনে গাড়ির এসি খারাপ হওয়ার সম্ভাবনাও বেড়ে গিয়েছে।
দেখা যাচ্ছে কারও এসি ইউনিট যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে আবার কারও গাড়িতে এসি কম্প্রেসর খারাপ হয়ে গিয়েছে। এরপরেই বাইরের মেকানিকের কাছে সারাতে গেলেই মোটা টাকার অঙ্ক শোনাচ্ছেন গ্রাহকদের। সেই খরচ থেকেই সকলকে বাঁচাতে বিনামূল্যে এসি সার্ভিসিং করার সুবিধা হাজির করেছে নিসান।
শুধু তাই নয়, এসির পাশাপাশি গাড়ির বাকি পার্টস ও অ্যাক্সেসরিজের ওপরও গ্রাহকেরা ছাড় পাবেন নিসান সংস্থা। এছাড়া এই বিষয়ে নিসান সংস্থা জানিয়েছে যে যারা পিরিয়ডিক মেইনটেনেন্স সার্ভিস বেছে নেবেন, তাদের জন্য ফ্রি কার ওয়াশ, ফ্রি পিকআপ-ড্রপ-সহ ২০ পয়েন্ট চেক আপ সার্ভিস দেওয়া হবে।
এই মুহুর্তে একটি গাড়ি বিক্রি করছে নিসান। সেটা হল নিসান ম্যাগনাইট। ২০২০ সালের ডিসেম্বর মাসে লঞ্চ হয় এই গাড়ি। এক বছরের মধ্যে ৩৩,৯০৫টি ইউনিট, দুবছরের মধ্যে ৩২,৫৪৬টি ইউনিট এবং তিন বছরের মধ্যে ৩০,১৪৬টি ইউনিট বিক্রি করা হয়েছে। ২০২৩ সালে গ্রাহকদের জন্য এই গাড়িরই নতুন এক ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে নিসান। ভারতে যেই গ্রাহকেরা এই গাড়ি যারা কিনেছেন তাঁরা এই বিনামূল্যে এসি সার্ভিসিং চেক আপ করাতে পারবেন।
এই বিষয়ে আরও জানতে চান? তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করুন ডিলারদের সাথে।
- অটোর্যালি নিসান কলকাতা-শোরুম রয়েছে কলকাতা, কল্যাণী, সোদপুর এবং হাওড়া।
কল করুন এই নম্বরে- +91 81020 20000.
- ব্যানার্জী নিসান-শোরুম রয়েছে দুর্গাপুর এলাকায়।
কল করুন এই নম্বরে- +91 81700 00401.