ফিগ অ্যাপারেটাস বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জিতে দেশকে গর্বিত করে তুলল ‘পিংলার’ প্রণতি

আরও একবার দেশকে জিমন্যাস্টিক দেখিয়ে গর্বিত করে তুলল পশ্চিম মেদিনীপুরের প্রণতি নায়েক। নিজের ঝুলিতে ভরলো আরেকটি মেডেল। সম্প্রতি কাইরোতে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকের বাছাই পর্বের টুর্নামেন্ট হিসেবে খ্যাত 'ফিগ অ্যাপারেটাস বিশ্বকাপ'-এ মহিলাদের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদকটি জিতে দেশের নাম উজ্জ্বল করলেন তিনি।

জানা গিয়েছে যে প্রণতি এদিন জিমন্যাস্টিক্স বিশ্বকাপের ফাইনালে বা চূড়ান্ত পর্যায়ে ১৩.৬১৬ (১৩.৬২) স্কোর করে তৃতীয় স্থান দখল করেন। তবে, এই টুর্নামেন্টে বাড়তি নজর ছিল দেশের অভিজ্ঞ জিমন্যাস্ট দীপা কর্মকারের দিকে। তিনি ফাইনালে উঠলেও এদিন ১৩.৩৮৩ স্কোর করে পঞ্চম স্থান দখল করতে সক্ষম হন।

প্রসঙ্গত, এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন দীপা, প্রণতি সহ বিভিন্ন দেশের ৮ জন প্রতিযোগী। এরপর প্রণতি (১৩.১৬) স্কোর করে 'সপ্তম' হিসেবে ফাইনালে উঠেছিলেন। অন্যদিকে, ভারতের দীপা ১৩.৪৫ স্কোর করে 'তৃতীয়' হয়ে ফাইনালে পৌঁছেছিলেন।

maxresdefaultqwqwq

কিন্তু ফাইনালে গিয়ে ঘুরে যায় খেলার মোড়! সকলকে চমকে দেন পিংলার করকাই গ্রামের বাসিন্দা, ভারতীয় জিমন্যাস্ট প্রণতি নায়েক। নিজের স্বপ্নের পারফর্মেন্স (১৩.৬১৬) স্কোর তুলে ধরেন এবং পঞ্চম হয়ে শেষ করেন দীপা।  

১৭ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার মিশরের কাইরোতে এফআইজি আর্টিস্টিক জিমন্যাস্টিক্স অ্যাপারেটাস বিশ্বকাপটি খেলা নয়। সেখানে ব্রোঞ্জ পদক জিতে আগামী জুলাইতে অনুষ্ঠিত হতে চলা প্যারিস অলিম্পিকের পথে একধাপ এগিয়ে গেলেন বাংলার প্রণতি।

এদিন প্রতিযোগিতায় যথাক্রমে গোল্ড ও সিলভার মেডেল জয় করেন কোরিয়ার আন চ্যাং ওক (১৪.২৩০) এবং বুলগেরিয়ার ভ্যালেন্টিনা জর্জিয়েভা (১৩.৬১৬)। জর্জিয়েভা এবং প্রণতির সমান স্কোর থাকলেও, কিছু সূক্ষ্ম বিচারের জন্য প্রণতিকে তৃতীয় স্থান অর্জনের কথা বলে ঘোষণা করা হয়।

এছাড়া জানা গিয়েছে যে মিশরের কাইরোতে অনুষ্ঠিত এফআইজি আর্টিস্টিক জিমন্যাস্টিক্স অ্যাপারেটাস বিশ্বকাপটি হল প্যারিস অলিম্পিকের বাছাই পর্বের প্রথম ধাপ। এরপর বাকি তিনটি প্রতিযোগিতা বা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে- জার্মানির কটবাস (২২ থেকে ২৫ ফেব্রুয়ারি); আজেরবাইজানের বাকু (৭ থেকে ১০ মার্চ) এবং কাতারের দোহা (১৭ থেকে ২০ এপ্রিল)-তে। এই চারটি টুর্নামেন্টের সেরা তিনটির স্কোরের ভিত্তিতেই প্যারিস অলিম্পিক ২০২৪-এ সুযোগ পাবেন জিমন্যাস্টরা।  

দেখা গিয়েছে যে ভারতীয়দের মধ্যে এর আগে বিশ্বকাপে পদক জয়ের নজির ছিল অরুনা বুদ্দা রেড্ডি (২০১৮) এবং দীপা কর্মকার (২০১৮)। এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রণতির চেয়ে অনেক এগিয়ে ছিলেন দীপা কর্মকার। ১৩.৪৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন। অন্যদিকে, যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে ছিলেন প্রণতি। তাঁর পয়েন্ট ছিল ১৩.১৬৬। তবে, ফাইনালে এসেই বাজিমাত করলেন ‘পিংলার’ প্রণতি। এবারের বিশ্বকাপ থেকে ছেলে ও মেয়েদের সেরা দুই জিমন্যাস্ট প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন। তবে, প্রণতিকে এখনও ওয়েটিং লিস্টেই থাকতে হয়েছে।

মেদিনীপুরের ‘পিংলার’ প্রণতি নায়েকের সাফল্যে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত রবিবার তাঁকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন তিনি।    

এটা শেয়ার করতে পারো

...

Loading...