এলজিবিটি আন্দোলনে কলকাতা পথ দেখিয়েছিল গোটা দেশকে। নব্বই- এর দশকে এই শহরেই হয় প্রথম প্রাইড ওয়াক। সালটা ১৯৯৯। সমকামী-উভকামী-রুপান্তরকামী মানুষদের মানবাধিকার এবং সমতার দাবিতে।
সমাজ ওদের দিকে অন্য চোখে তাকালেও ওরা কিন্তু নিজেদের কখনই মূলস্রোত থেকে ‘বিচ্ছিন্ন’ বলে মনে করেন না। ওরা সমান এবং স্বাভাবিক। এই বার্তা দিতেই এক মঞ্চে সমাজের মূল স্রোতের মানুষ, তৃতীয় লিঙ্গ, এবং অনাথ ও প্রতিবন্ধীরা।
১৭ জানুয়ারী আইসিসিআর- এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে র্যাম্পে হাঁটবেন ওঁরা। ভারতীয় সংস্কৃতি এবং ফ্যাশন ঐতিহ্যকে তুলে ধরা হবে। অনিকেত ক্রিয়েশন ‘কাত্যায়নী’ আয়োজন করেছে আইসিএফডি ইন্ডিয়ান-কালচারাল ফ্যাশন ডিভা- ২০২০। পরিচালনা এবং কোরিওগ্রাফি জ্যাক অনিকেত রায়। এলজিবিটি সম্প্রদায়ের মৌলিক অধিকার রক্ষার জন্য দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন জ্যাক অনিকেত রায়।
২০১৯- এর ন্যাশনাল রেনবো প্যাজেন্ট টিএলটিই সম্মান পেয়েছিলেন তিনি।
প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সফল হওয়া এলজিবিটি সম্প্রদায়ের ১২ জনকে সম্বর্ধনা জানানো হবে এই মঞ্চে।
প্রথমবার এই ধরনের অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছে কলকাতা।