Indian Cinema: কোন ভারতীয় সিনেমায় ৭২ টি গান রয়েছে? জানলে অবাক হবেন

ভারতীয় সিনেমা সব সময়ই সিনেমাপ্রেমীদের কাছে এক বিশেষ জায়গা অধিকার করে থাকে। ভারতীয় সিনেমার সুবর্ণযুগ শুরু হয়েছে বহু বছর আগে, তবে বলিউডে এমন একটি ছবি রয়েছে যা আজ পর্যন্ত অপরাজেয়! সেই ছবির বিশেষত্ব হলো এতে ব্যবহৃত হয়েছে মোট ৭২টি গান।

 

হাইলাইটসঃ

১। ছবির নাম ‘ইন্দ্রসভা’

২। এটি প্রথম মঞ্চস্থ হয় ১৮৫৩ সালে

৩। ছবিতে কারা অভিনয় করেছিলেন?

ছবির নাম ‘ইন্দ্রসভা’। এটি প্রথম মঞ্চস্থ হয় ১৮৫৩ সালে এবং ১৯৩২ সালে জামাহেদজি ও জাহাঙ্গিরজি মদন পরিচালনা করেন। এই ছবিতে ৩১টি গজল, ৯টি ঠুমরী, ৪টি হোলি, ১৫টি অন্যান্য গান, ২টি চৌবোলা, এবং ১১টি ছান্দ নিয়ে মোট ৭২টি গান ছিল। অনেক নামকরা শিল্পী এই সিনেমায় গান গেয়েছিলেন। ছবির বিষয়বস্তু এমন ছিল যে এতগুলো গান অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছিল। এই ছবিতে অভিনয় করেছেন নিসার, জেহরানা কাজ্জান এবং আব্দুল রেহমান কাবুলি।

এই সিনেমা তাই ভারতীয় সিনেমার এক মাইলফলক, যা আজও গানের চর্চার ক্ষেত্রে প্রথমেই সামনে আসে। সিনেমা বিশেষজ্ঞরা ১৯৩২ সালের এই ছবির ব্যাপারে আজও আলোচনা করেন। যতই বলিউডে নতুন ছবির নির্মাণ হোক, এই প্রচুর সংখ্যক গান নিয়ে তৈরি সিনেমার রেকর্ড এখনও অক্ষুণ্ণ রেখেছে ‘ইন্দ্রসভা’।

এটা শেয়ার করতে পারো

...

Loading...