ভারতবর্ষ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। তবে ভারতের মধ্যেও নানান রাজ্য রয়েছে যা অত্যন্ত জনবহুল। আপনি কি জানেন, ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি জনবহুল? সেখানের জনসংখ্যাই বা কত? বিস্তারিত জেনে নিন।
হাইলাইটসঃ
১। ভারতবর্ষে শেষ সেন্সাস হয়েছিল ২০১১ সালে
২। রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ
৩। পশ্চিমবঙ্গর স্থান চতুর্থ
ভারতবর্ষে প্রতি ১০ বছর অন্তর অন্তর সেন্সাস করা হয়। সেন্সাসের অর্থ, জনসংখ্যা সংক্রান্ত তথ্য, যেমন জন্মের হার, মৃত্যুর হার, মোট জনসংখ্যা, আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ইত্যাদি গণনা করা হয়। ভারতবর্ষে শেষ সেন্সাস হয়েছিল ২০১১ সালে। এরপর ২০২১ সালে সেন্সাস হওয়ার কথা ছিল। কিন্তু ২০২০ সালে সারা বিশ্বজুড়ে কোভিড মহামারি ছড়িয়ে পড়ে। ফলে সেই পরিস্থিতিতে গণনা করা সম্ভব হয়নি।
তবে ২০১১ সালের সেন্সাসের তথ্য অনুসারে, ভারতের প্রথম ১০ জনবহুল রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। উত্তর প্রদেশে জনসংখ্যা ১৯.৯৮ কোটি। পশ্চিমবঙ্গর স্থান চতুর্থ।
তবে পশ্চিমবঙ্গের সবকটি জেলার মধ্যে সবথেকে বেশি জনবহুল হল উত্তর ২৪ পরগনা। সেখানের মোট জনসংখ্যা ১০,০০৯,৭৮১। অপরদিকে, সবচেয়ে কম জনসংখ্যা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর মোট জনসংখ্যা ১,৬৭৬,২৭৬। তবে যদি ভারতবর্ষের মোট জেলার মধ্যে জনবহুলের তালিকা দেখা হয়, তবে সেই তালিকায় প্রথম স্থানে মহারাষ্ট্রের থানে জেলা। উত্তর ২৪ পরগনা রয়েছে দুই নম্বরে।