আইপিএল ২০১৮ স্বদেশী অধিনায়ক

virat


রয়াল
চ্যালেজ্যার বেঙ্গালোর – বরাবরের মত এবারও দলের হয়ে অধিনায়কত্ব করবেন বিরাট কোহলী। তাঁর অনবদ্য ফর্ম ব্যাঙ্গালোরের হয়ে কতটা কার্যকর হবে তা শুধু সময়ের অপেক্ষা। ৮ই এপ্রিল কলকাতা নাইট রাইডারের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে খেলতে নামবে তারা।


kartick
কলকাতা
নাইট রাইডার – গৌতম গম্ঙীরের পরে এবার গুরুদায়িত্বের ভার এসে পড়েছে দিনেশ কার্তিকের ওপর। সম্প্রতি শেষ হওয়া তৃদেশীয় সিরিজে কার্তিকের ব্যাটিং সমর্থকদের মন জয় করেছে। ব্যাটিং-এর সাথে সাথে ডিকে-র অধিনায়কত্ব কেমন হয় সেটাই দেখার। বিগত তৃদেশীয় সিরিজের মত  ধারাবাহিকতা বজায় রাখলে তৃতীয় ট্রফিটার আশা করতেই  পারে কেকেআর ।


rohit
মুম্বাই
ইন্ডিয়ান্স – ভারতের হয়ে অধিনায়কত্ব করায় সফল না হলেও আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সের সফল ক্যাপটেন হলেন রহিত শর্মা। তার অধিনায়কত্বে তিন বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। রোহিতের আগ্রাসি মনোভাবের সাথে অনবদ্য ব্যাটিং মিলেমিশে গেলে  যে কোনো দলকে দুর্ভোগের মুখে পড়তে হতে পারে।


dhoni
চেন্নাই
সুপার কিংস ২ বছরের নির্বাসনের পর আবার আইপিএলে ফিরছে চেন্নাই। যথারীতি অধিনায়কত্বের ভার কাঁধে তুলে নিয়েছেন ক্যাপটেন কুল।  বাকিদল গুলোর থেকে আইপিএল মরশুমে সবচেয়ে সফল দল হল চেন্নাই। ৬ বার ফাইনাল খেলে ২ বার চ্যাম্পিয়ন (২০১০,২০১১)  ও বাকি ৪ বার রানার্স আপ হয়ছে চেন্নাই। এবারের মরশুমে ক্যাপটেন কুল কতটা কি করতে পারে সেটাই দেখার।


aswin
কিংস
ইলভেন পাঞ্জাব -  দেশী ও বিদেশী মিলিয়ে অনেক ক্যাপটেনের সাক্ষী থেকেছে প্রিতি জিন্টার দল। এই মরশুমে রভিচন্দ্রন অশ্বীনকে কিংস ইলেভেনের ভার তুলে দেওয়া হয়েছে। অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি । সমর্থকদের মন কতটা জয় করতে পারবে এই ডান হাতি স্পিনার তা সময়ের সাথে সাথে টের পাওয়া যাবে।


rahane
রাজস্থান
রয়াল্স – চেন্নাইয়ের সাথে সাথে এবছর নতুন ছন্দে আইপিএল-এর ময়দানে ফিরছে শিল্পা শেঠির দল  আর তার মূল কান্ডারি অজিঙ্কা রাহানে। বিশেযজ্ঞদের মতে ধারাবাহিক ভাবে ভাল  ছন্দে থাকা রাহানে রাজস্থানকে অনেক দুর নিয়ে যেতে পারে ।


gambhir
দিল্লি
ডেয়ারডেভিলস্নাইট শিবির ছেডে় যাওয়ার  পর ফের দিল্লির হয়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে গৌতম গম্ভীরকে। একদিকে আইপিএলের দীর্ঘ অভিজ্ঞতা  অন্যদিকে অধিনায়ক হিসেবে ২ টি ট্রফি জোতার খেতাব দিল্লিকে একধাপ এগিয়ে রাখতেই হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...