কতই না ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। কিন্তু আমাদের ভারতবর্ষের মত বিরাট এক দেশে যে কত প্রতিভা লুকিয়ে আছে, তা কি আমাদের নজরে আসে? তবে এবার এই সোশাল মিডিয়ায় এরকমই এক প্রতিভাবানের কীর্তির ভিডিও ভাইরাল হল, যা দেখে হতবাক স্বয়ং দেশের ক্রীড়ামন্ত্রীও।
শুক্রবার রাতে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা গেছে তারই রাজ্যের এক তরুণ স্প্রিন্টার রামেশ্বর গুরজর ১০০ মিটারের রেস শেষ করেন ১১ সেকেন্ডে। তার থেকেও বড় কথা, এই রেসটি তিনি শেষ করেন সম্পূর্ণ খালি পায়ে। আর তার এই ভিডিও দেখে দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানান যে এই ১৯ বছরের স্প্রিন্টারের প্রস্তুতিপর্বের যাবতীয় খরচ তিনি বহন করবেন।
যদিও সেই রেসটি সরকারিভাবে আয়োজিত কিছু ছিল না, কিন্তু তরুণ এই স্প্রিন্টারের এমন কীর্তি দেখে ভারতের বেশিরভাগ ক্রীড়াপ্রেমীরা তার প্রশংসায় পঞ্চমুখ। দেশের ক্রীড়ামন্ত্রীর পাশাপাশি রামেশ্বর গুরজরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী জিতু পাটওয়ারিও।
এখনও পর্যন্ত দেশের মধ্যে ১০০ মিটার রেসে রেকর্ড রয়েছে অমিয় মল্লিক-এর, মাত্র ১০.২৬ সেকেন্ডে শেষ করে, দেশের মধ্যে রেকর্ড গড়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ১০০ মিটারের রেসে বিশ্বরেকর্ড রয়েছে জামাইকান তারকা উসেইন বোল্ট-এর। মাত্র ৯.৫৮ সেকেন্ডে রেস শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।