স্বদেশী কামান 'ধনুষ' পেল ভারতীয় সেনা। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, এই কামানে ইনারশিয়াল নেভিগেশন বেসড সাইটিং সিস্টেম, অটো লেয়িং ব্যবস্থা, ও বোর্ড ব্যালিস্টিক কম্পিউটেশন, দিনে ও রাতে অত্যাধুনিক ডিরেক্ট ফায়ারিং সিস্টেম রয়েছে। প্রসঙ্গত ধনুষের প্রথম প্রোটোটাইপ তৈরী করা হয়েছিল ২০১৪ সালে। যদিও এটির মূল নকশা আশির দশকের বোফোর্স কামানের ভিত্তিতেই তৈরী হয়েছে। ওএফবি'র চেয়ারম্যান সৌরভ কুমার জানান, ১৩ টন ওজনের ওই স্বদেশী কামান পাহাড় বা মরুভূমি যে কোনও দুর্গম এলাকায় বসিয়ে নির্ভুল নিশানায় আঘাত করতে পারে শত্রুপক্ষকে।
প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ১১৪ টি ধনুষ কামান তৈরির বরাত পেয়েছে। যার মধ্যে ছ'টি কামান ইতিমধ্যেই ভারতীয় সেনার হাতে তুলে দিল ওএফবি। সোমবার ওএফবি'র চেয়ারম্যান জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরী ধনুষ-ই প্রথম দূরপাল্লার কামান। ১৫৫x ৪৫ এমএম ক্যালিবারের কামানের স্ট্রাইক রেঞ্জ ৩৮ কিমি। 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের অন্যতম বড় সাফল্য এই ধনুষ কামানের সফল নির্মাণ বলে জানান, সৌরভ কুমার। রাজস্থানের মরুভূমি বা ওড়িশার উত্তপ্ত বালুচর-ই হোক অথবা সিকিম কিংবা লেহ-এই কামান নির্ভুলভাবে নিশানায় লক্ষ্যভেদ করতে সক্ষম।
এই ছ'টি কামানের পর অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড কাজ করছে ধনুষের পরবর্তী দু'টি সংস্করণ তৈরিতে। যার মধ্যে ধনুষ কামান ছাড়াও ট্র্যাক মাউন্টেড সংস্করণও রয়েছে। যা বর্তমান সময়ে সেনাবাহিনীর অত্যন্ত প্রয়োজনের মধ্যে পড়ে। সূত্রের খবর অনুযায়ী, এই কামান তৈরির ক্ষেত্রে ওএফবি'র সঙ্গে যৌথভাবে কাজ করছে ডিআরও, (কোয়ালিটি আসিওরেন্স), ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড, সেল এবং বেসরকারি কিছু সংস্থা। আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে ধনুষ কামানগুলি তৈরী করে সেনাদের হাতে তুলে দেওয়া হবে। ভারতের পূর্বাঞ্চলীয় সেনার এক শীর্ষকর্তা জানান, মোট ৪১৪ টি ধনুষ কামান পাবেন সেনারা।
প্রথম ধাপে তৈরী হচ্ছে ১১৪ টি কামান, যা বোফর্সের চেয়েও শক্তিশালী। ২০১৮ সালের জুন মাসে এই কামানের প্রথম পরীক্ষা করা হয়েছিল। সেই সময় এই কামানে কিছু প্রযুক্তি যুক্ত করার প্রয়োজন দেখা দিয়েছিল। সম্পূর্ণভাবে আধুনিক প্রযুক্তিতে তৈরী করার পর সেগুলি সোমবার সেনাদের হতে তুলে দেওয়া হয়। রাতের অন্ধকারে এক মিনিটে ছ'টি গোলা আঘাত করতে পারবে। ফায়ার স্ট্যান্ডার্ড ন্যাটো ১৫৫ এমএম আমিউনিশন, বই মডিউলার চার্জ সিস্টেম থাকায় কামানের পাল্লা বেড়ে গিয়েছে। বলা যায়, এই কামান ধীরে ধীরে সব যখন সেনাদের হাতে চলে আসবে, তখন সেনাবাহিনীর শক্তি বেড়ে যাওয়ার পাশাপাশি মনোবলও যথেষ্টই বাড়বে।