'গগনযান' মিশনের জন্য প্রথম পর্বের বাছাই পর্ব সম্পন্ন হল

২০২২-এ একটি সম্পূর্ণ নতুন প্রকল্প বাস্তব করার লক্ষ্যে এগোচ্ছে ইসরো। ঐতিহাসিক একটি পদক্ষেপ হিসেবে মহাকাশে প্রথম মানব স্পেস ফ্লাইট পাঠানোর প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে। আস্তে আস্তে এগোচ্ছে এই মিশনের পরিকল্পনা। এই গগনযান মিশনে যাওয়ার জন্য প্রাথমিক বাছাই পর্ব হয়ে গেল বেঙ্গালুরুতে। প্রাথমিক এই বাছাই পর্বে উত্তীর্ন হয়েছেন মোট ১২ জন পাইলট।

                      বেঙ্গালুরুতে ভারতীয় বায়ু সেনার ইনস্টিটিউট অফ এয়ারোস্পেস মেডিসিন-এ প্রথম পর্বের বাছাই পর্ব শেষ হল। এঁদের মধ্যে থেকেই ৪ জন চূড়ান্ত অভিযানে যাবেন। প্রসঙ্গত উল্লেখ্য,  ২০১৮ সালের ১৫আগস্ট প্রধানমন্ত্রী এই অভিযানটির ঘোষণা করেন। প্রথম ধাপ পেরিয়ে আরও কঠিন পর্ব অপেক্ষা করছে এই ১২ জন টেস্ট পাইলটের জন্য। দ্বিতীয় দফার বাছাই পর্ব চলবে ৭৫ থেকে ৯০ দিন বলে অনুমান। এই দফায় উত্তীর্ণ হলে চূড়ান্ত ৪ জনকে রাশিয়ায় প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

                 প্রথম দফার বাছাই পর্বে শারীরিক এবং মানসিক মূল্যায়ন করা হয় প্রত্যেক টেস্ট পাইলটের। শুক্রবার বায়ুসেনার তরফে জানানো হয়েছে, নির্বাচিত পাইলটদের কঠিন এক্সারসাইজ টেস্ট, ল্যাব পরীক্ষা, রেডিওলজিক্যাল এবং ক্লিনিক্যাল চেক, মানসিক স্থিতি নির্ধারণের বিভিন্ন স্তরের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে

                 এ প্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান কে. শিবান জানিয়েছেন, অভিযানটি যথেষ্ট দায়িত্বের এবং চ্যালেঞ্জিং। তবে ইসরো সঠিক সময়ের মধ্যে মিশনটি সফল করার যথাসাধ্য চেষ্টা করবে। এই প্রকল্পে ১০,০০০ কোটি টাকা খরচ হচ্ছে। দুটো মানববিহীন ফ্লাইট এবং একটি মানব ফ্লাইট যাবে এই মিশনে। চূড়ান্ত সফল মোট চার জনকে চলতি বছরের নভেম্বর মাসে রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনাট ট্রেনিং সেন্টারে পাঠানো হবে ট্রেনিং-এর জন্য। ভারতেও ৬-৮ মাসের ট্রেনিং দেওয়া হবে ওই ৪ জনকে। মহাকাশে গিয়ে মোট সাতদিন থাকবেন ওই মহাকাশচারীরা, তেমনই স্থির আছে।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...