ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু হওয়ার আগেই চোটের কারনে প্রায় অনিশ্চিত রবিচন্দ্রন অশ্বিন। বৃহস্পতিবার নেট প্রাকটিস চলাকালীন ডান হাতে চোঁট পান ভারতের এই ভেটেরান স্পিনার । যার ফলে মুল ম্যাচের আগে ব্যাটিং বা বোলিং না করার সিদ্ধান্ত নেন তিনি। তবে দলের ফিজিওর তরফ থেকে জানানো হয়েছে যে চোট খুব একটা গুরুতর না হওয়ার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অশ্বিনের অনিশ্চয়তা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেটা এখন আর নেই। এসেক্সের বিরুদ্ধে প্রাকটিস ম্যাচ বেশি ওভার বল না করলেও ইংল্যান্ডের ম্যাচের আগে ফুল ফর্মে ফিরতে পারে অশ্বিন।
অশ্বিনকে নিয়ে খুব একটা চিন্তা না থাকলেও ভারতের চিন্তার কারন হতে পারে শিখর ধওয়ান ও চেতস্বর পুজারার খারাপ প্রদর্শন। এসেক্সের বিরুদ্ধে প্রাকটিস ম্যাচে ফের ধরাসায়ী ভারতের এই দুই ওপেনার। দুটি ইনিংস ধরে ধারাবাবহিক ভাবে খারাপ পার্ফরম করেছেন তারা। এইরকম চলতে থাকলে ইংল্যান্ডের বিরুদ্ধে সমস্যায় পড়তে পারে ‘মেন ইন ব্লু’।