আর কিছুদিন পরেই অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে চাপ সামলানোই বড় চ্যালেঞ্জ হতে চলেছে জানালেন মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারতীয় মহিলা দল। তাই এই বিশ্বকাপে ভাল কিছু করতে মুখিয়ে রয়েছে পুরো দল। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে অধিনায়ক বলেছেন গত দুটি বিশ্বকাপে আমরা লক্ষ্যের কাছাকাছি পৌছে সফল হতে পারিনি। কারন আমরা চাপ নিতে পারিনি। সেই চাপ কাটিয়ে ওঠাই আমদের এবারের লক্ষ্য। আমরা এবারে বিশ্বকাপে খেলা উপভোগ করতে চাই। শুধু মাঠে নেমে আমাদের সেরাটা দিতে হবে। কত বড় মঞ্চে আমরা পারফর্ম করছি তা ভুলে যেতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের সাথে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড।এ বিষয়ে ভারতীয় কোচ ডব্লিউ ভি রামন বলেছেন দলের প্রত্যেকে নিজের সেরা দেওয়ার জন্য তৈরি।