মনধানা ও মিথালি রাজ

ওপেনার স্মৃতি মনধানার অনবদ্য ৬৩ রান আর মিথালি রাজের অপরাজিত ৪৭ রানের ওপর ভর করে দ্বিতীয় ওডিআইতে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পর্যটক দলের বিরুদ্ধে ৭ উইকেটে জিতে সিরিজ জিতল তারা। ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলে ঝুলন গোস্বামী আর শিখা পান্ডের দুরন্ত বোলিংয়ের জেরে ধারাবাহিক ভাবে উইকেট হারানোর ফলে মাত্র ১৬১ রান করেই শেষ হয় যায় ইংল্যান্ডের ইনিংস। দুজনেই ৪টি করে উইকেট পান। বাকি ২টি উইকেট পান পুনম যাদব। জবাবে ব্যাট করতে নেমে জেমিমা রড্রিগেজের উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় ভারত। ম্যাচের হাল ধরেন পুনম রাউত ও স্মৃতি মনধানা। একদিকে মনধানার আগ্রাসি মনোভাব তো অন্যদিকে রাউতের রক্ষণশীল নক, কোনোকিছুই টলাতে পারে নি তাঁদের জয়ের লক্ষ্যকে। তাঁদের ৭৪ রানের যুগলবন্দির ওপর ভর করে জয়ের ধারায় পৌঁছে যায় ভারত। তবে মনধানা আর রাউত প্যাভিলিয়নে ফিরে গেলে, বাকি ম্যাচের ভার এসে পড়ে অধিনায়ক মিথালি রাজের ওপর। ততক্ষণে জয় প্রায় স্থির করে ফেলেছে উইমেন ইন ব্লু’। ৪২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়ে যায় ভারত। সিরিজ জয় পেলেও হোয়াইট ওয়াশ হয় কিনা সেটা এখন সময়ের অপেক্ষা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...