নেপালের পোখাড়ায় আয়োজিত সাউথ এশিয়ান গেমসে ফের চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ফুটবল দলের। এই নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ান হল তারা। নেপাল কে ২-০ গোলে হারিয়ে এই খেতাব জিতলেন আশালতা দেবী-রা।প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ভারত। সঙ্গীতা বাসফরে ও রতনবালা দেবী তৎপরতায় ভারতের মাঝ-মাঠ থেকে ক্রমাগত আক্রমণ চলতে থাকে নেপালের ডি-বক্সে। সেই আক্রমণ কে কাজে লাগিয়ে প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় ভারতীয় গোলরক্ষক অদিতি চৌহানের লম্বা পাসে গোল করে ভারতকে এগিয়ে দেয় বালা দেবী।
দ্বিতীয়ার্ধেও খেলার মানচিত্রে খুব একটা পরিবর্তন না আসলেও, বেশ কয়েকবার পাল্টা আক্রমণ চালায় নেপাল। কিন্তু এই টুর্ণামেন্টে যদি ভারতের কোনও খোলোয়াড় ছন্দে থেকে থাকেন তাহলে তিনি হলেন গোলরক্ষক অদিতে চৌহান। এই টুর্নামেন্টে ভারত-ই একমাত্র দল যাদের একটিও গোল হজম করতে হয়নি, সৌজন্যে অদিতি। তাই নেপাল বার বার আক্রমণ করলেও তা প্রতিহত হয় প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে। আর সেই সুবাদে ৫৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটিও পেয়ে যায় ভারত। পরিবর্তিত খেলোয়াড় মনিষার থ্রু পাস ও রতনবালার অ্যাসিস্টে ফের গোল করেণ বালা দেবী। ২ গোলে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে গিয়েছিল নেপাল কিন্তু গোলের সামনে দুর্ভেদ্য অদিতি-কে টপকে গোলের মুখ খুলতে পারে নি তারা।