পরাজিত ভারত

পুরুষদের পর হোয়াইট ওয়াশ থেকে বঞ্চিত হল মহিলারাওহ্যামিল্টনে ভারতীয় মহিলা দলকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড উইমেন। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অ্যামি স্যাথারওয়েট। নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। একে একে যথাক্রমে ১২ রান ও ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় জেমিমা রডরিগেজ ও স্মৃতি মনধানা। শুরুতেই দুই ওপেনার কে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। দিপ্তি শর্মা ও হরমানপ্রিত কৌরের যথাক্রমে ৫২২৪ রানের ওপর ভর করে কোনোমতে  শতরানের গন্ডি পেরোয় ভারত। অবশেষে ৪৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি তুলতে পারে নি মিথালি রাজ অ্যান্ড কোং। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আগ্রাসী খেলা শুরু করে কিউই ওপেনার সুজি ব্যেটস। তার ৫৭ রান ও অধিনায়ক স্যাথারওয়েটের ৬৬ রানের ওপর ভর করে সহজ জয় হাসিল করে নেয় নিউজিল্যান্ডতবে এই খেলার ফলাফল যাই হোক না কেন বিদেশের মাটিতে সিরিজ জয় ভারতীয় মহিলা দলের যে মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই

এটা শেয়ার করতে পারো

...

Loading...