টেস্ট ম্যাচ জিতে নজির কোহলি ব্রিগেডের

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়ে নজির গড়ল ভারতীয় ক্রিকেটদল। দ্বিতীয় ইনিংসে ৩২৩ রান তাড়া করতে গিয়ে ২৯১ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ন্যাথান লিয়নজোস হেজেলউড ভারতীয় বোলিংকে কিছুটা চাঁপে রাখলেও তা খুব একটা কার্যকর হয়নি। জসপ্রিত বুমরা, মহম্মদ শামীরবি চন্দ্রন অশ্বিনের অনবদ্য বোলিংয়ের জেরে হারতে হয় অস্ট্রেলিয়াকে। তিন জনেই তিনটি করে উইকেট পান। এই জয়ের সাথে সাথে ক্রিকেট ইতিহাসে বহু রেকর্ডের অধিকারি হয়েছে ‘মেনইনব্লু’। একই বছরে বিদেশের মাটিতে বিভিন্ন দলের বিরুদ্ধে টেস্ট ম্যচে জয়ে পাওয়ার নজির গড়ল ভারত। উল্লেখযোগ্য, দক্ষিন আফ্রিকা, ইংল্যান্ডঅস্ট্রেলিয়া। এছাড়াও অধিনায়ক হিসাবে রেকর্ড গড়লেন বিরাট কোহলী। ক্রিকেট ইতিহাসে বিরাট কোহলি ভারত তথা এশিয়ার একমাত্র অধিনায়ক যিনি একই বছরে বিদেশের মাটিতে বিভিন্ন দলের বিরুদ্ধে অন্তত পক্ষে একটি করে টেস্ট ম্যচ জিতেছেন। নজির গড়াতে পিছিয়ে নেই রিসভ পন্ত, একটি টেস্ট ম্যাচে ১১ টি ডিসমিসাল করে উইকেটকিপার হিসাবে টেস্ট ক্রিকেট ইতিহাসে অনন্য রেকর্ডের অধিকারী হলেন তিনি। এককথায় শুধু টেস্ট ম্যচেই জয় নয়, অধিনায়ক হিসাবেও ভারতীয় দলকে বিশ্বের দরবারে এক আলাদা মাত্রা এনে দিলেন বিরাট কোহলি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...