শুরুতে ২৬৮ রান তুলে যখন ভারত প্যাভিলিয়নে ফিরে গেল, অনেকেই নিরাশ হয়েছিলেন। এই মুহূর্তে ক্রিকেটের যা রানরেটের গড়, তাতে এই রান সংখ্যা নিয়ে ভারত আদৌ সফল হতে পারবে কি না তা নিয়ে সংশয় ছিল বেশিরভাগ ক্রিকেটপ্রেমীদের। তবে আশা কেউই ছাড়েননি। ভারতীয় ক্রিকেট দল, সেই আশা জিইয়ে রেখে আপামর ভারতীয় ক্রিকেট প্রেমীদের জয় উপহার দিয়েছে। এবং এই জয়ের সঙ্গে সঙ্গেই ভারত পৌঁছে গেল সেমি ফাইনালে।
৮২ বলে বিরাটের ৭২ রানের ইনিংস ছিল মনে রাখার মত। ধোনিও ৫৬ রানে অপরাজিত থেকে দলকে যথেষ্ট পোক্ত জায়গায় রেখেছিলেন। রাহুল, হার্দিক পান্ডিয়াও যথেষ্ট ভালো সংগত করেছেন। তবে পাশাপাশি শেল্ডন কটরেল এবং ক্যারিবিয়ানদের ক্যাপ্টেন জেসন হোল্ডার ভালো বল করেছেন গতকাল। বলতেই হয় ভারতীয় বোলিং লাইন আপ-এর কথা। মাত্র ১৬ রানা দিয়ে ৪ উইকেট তুলে নেন মহম্মদ শামি। বুমরাহ, চাহাল হার্দিক, কুলদীপ সকলেই ভাল বল করেন। মাত্র ৩৪.১ ওভারে ১৪৩ রানে গুটিয়ে গেল ক্যারিবিয়ানরা। এই দিনের হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নীল ক্যারিবিয়ানরা।
এদিকে পর পর চারটি ম্যাচে হাফ সেঞ্চুরি করে রেকর্ড করলেন কোহলি। সঙ্গে দ্রুততম ২০ হাজার রান। নিজেদের জয়ের ধারা বজায় রেখে সামনের খেলা ইংল্যান্ডের বিরুদ্ধে। বোর্ড সূত্রে খবর ৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের নীল জার্সি বাদ দিয়ে কমলা জার্সি পরে খেলতে নামবে। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বকাপের শুরুতেই ফুটবলের মত হোম-আওয়ে জার্সির নিয়ম এনেছে আইসিসি। বলা হয়েছে কোনো দল যদি মনে করে প্রতিপক্ষ দলের সঙ্গে জার্সির রং মিলে যাচ্ছে, তাহলে তারা অন্য রং-এর জার্সি পরে মাঠে নামতে পারে।
🇮🇳 v 🇿🇦 – Won by 6 wickets
— Cricket World Cup (@cricketworldcup) June 27, 2019
🇮🇳 v 🇦🇺 – Won by 36 runs
🇮🇳 v 🇵🇰 – Won by 89 runs
🇮🇳 v 🇦🇫 – Won by 11 runs
🇮🇳 v 🌴 – WON BY 125 RUNS 👏 #TeamIndia are unbeaten in #CWC19 so far. #WIvIND pic.twitter.com/2AteSeZsqE
And with today's defeat, the two-time champion #MenInMaroon join South Africa and Afghanistan out of #CWC19 contention.
— Cricket World Cup (@cricketworldcup) June 27, 2019
For the seven remaining sides, the fight continues... 💪 pic.twitter.com/On5Tw15CaK