রয়্যাল বেঙ্গলের তান্ডবে আক্রান্ত কিউই-রা

বে ওভালে ঐতিহাসিক জয় ভারতের। পর পর ৩টি ওডিআই জিতে ২ ম্যাচ বাকি থাকতে সিরিজে জয় পেল কোহলি ব্রিগেড। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেন উইলিয়ামসন। তবে টপ অর্ডারে ব্যাটিং বিপর্যয় সামলাতে পারে নি কিউই বাহিনী। একে একে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় মার্টিন গাপটিল ও কলিন মুনরোকে। অধিনায়ক কেন উইলিয়ামসন কিছুক্ষন ক্রিজে টিকে থাকলেও যুজবেন্দ্র চহেলের কাছে ধরা দিতে হয় তাকেও। তবে রস টেলারের ৯৩ রানের ওপর ভর করে কোনোমতে দ্বিশতরানের গন্ডি পেরোতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ৪৯ ওভারের মাথায় ২৪৩ রানেই শেষ হয়ে যায় কিউইদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই রো-হিট-ম্যান শর্মাশিখর ধওয়ানের আগ্রাসি ব্যাটিংয়ের জেরে বির্পযস্ত করতে থাকে বোল্ট ও ফার্গুসনের। শিখর ধওয়ান বোল্টের স্বীকার হলেও রোহিত ও কোহলির ব্যাটিংয়ের ওপর ভর করে জয়ের কাছে পৌঁছে যায় ভারত। অবশেষে মিডল অর্ডার অম্বাতি রায়ডু আর দিনেশ কার্তিকের হাত ধরে ২৪৩ রানের লক্ষ্যে পৌঁছতে খুব একটা চাপে পড়তে হয়নি ভারতকে। তবে অস্ট্রেলিয়া বধের পর নিউজিল্যান্ড বধ করে পরিতৃপ্ত গোটা ভারতীয় শিবির।

এটা শেয়ার করতে পারো

...

Loading...