সিরিজের তৃতীয় ম্যাচের আগে ফুরফুরে মেজাজে ভারতীয় দল, আত্মবিশ্বাসী কোহলি

কটকের বরাবাটি স্টেডিয়ামে আগামিকাল মুখোমুখি হতে চলেছে ভারত- ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের ফলাফল এখন ১-১। তাই আগামিকালের ম্যাচ সিরিজ জেতার নির্ণায়ক ম্যাচ হিসেবে দাঁড়িয়েছে।

সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে ম্যাচ জিতে ভারতকে ধাক্কা দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দারুন ভাবে ঘুরে দাড়ায় ভারতীয় দল। রোহিত শর্মা ও কেএল রাহুলের শতরানের জন্য দ্বিতীয় ম্যাচে প্রায় ৩৮৮ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজকে। সেই ম্যাচ প্রায় ১০৭ রানে জিতে ঘুরে দাড়ায় বিরাট বাহিনী। তৃতীয় ম্যাচ সিরিজ নির্ণায়ক ম্যাচ। এই ম্যাচে হারলে প্রায় ১০ বছর পর ভারতে সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ।

এই সিরিজে ভারতীয় দলে এমনিতেই চোটের জন্য নেই ভুবনেশ্বর কুমার। তাঁর ওপর গত ম্যাচে চোট পান ভাল বোলিং করা দীপক চাহার। চাহারের বদলে দলে এসেছেন নবদীপ সাইনি। এই অবস্থায় ভারতীয় বোলিং এ একমাত্র ভরসার মুখ মহম্মদ শামি এবং কুলদিপ যাদব। এছাড়াও ভারতের মিডল অর্ডারে এই সিরিজে পারফরম্যান্স করতে দেখা গেছে শ্রেয়স আয়ার ও পন্থকে। ওয়েস্ট ইন্ডিজ দলে শেই হোপ এবং শিমরন হেটমায়ার দুর্দান্ত ফর্মে রয়েছে।  এছাড়াও অধিনায়ক পোলার্ড  দুরন্ত ফর্মে রয়েছে। তাই ওয়েস্ট ইন্ডিজ দলের ক্ষমতা রয়েছে পাল্টা জবাব দেওয়ার।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...