India Vs Pakistan: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করল টিম ইন্ডিয়া।

ক্রিকেট জগতে ভারতের জয়ের অধিপত্য বেড়েই চলেছে। এইবার এশিয়া কাপের শুরুর ম্যাচে জয়লাভের পর সেটি আরও  জোরালো ভাবে প্রমাণ করল ভারতীয় ক্রিকেট টিম। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তান টিমকে ৭ উইকেটে পরাজিত করে জয়ী হয় তারা। ১৯.২ ওভারেই জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।

হাইলাইটস:

১। এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের জয়।

২। পাকিস্তান ১০৮ রানে পরাজিত হয়।

৩। ভারত কীভাবে ম্যাচ জেতে?  

এশিয়ার অ্যাপের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া খেলতে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। ম্যাচের টস রাউন্ডে জেতেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মিদা ডার। কিন্তু ব্যাটিং রাউন্ডে ভারতের দাপুটে বোলারদের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি তারা। ১০৮ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তানের ক্রিকেট টিম।

এই অল আউটে সবচেয়ে বেশি উইকেট আসে দীপ্তি শর্মার বলে। তিনি পাকিস্তানের ৩ টে উইকেট নিয়েছেন। এছাড়া ২ টি করে উইকেট নেন রেণুকা সিং, পূজা বস্ত্রকার এবং শ্রেয়াঙ্কা পাটিল। যদিও রাধা যাদব কোন উইকেট নিতে পারেননি।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন সিদরা আমিন। যা ২৫ রান। এছাড়াও তুবা হাসান এবং ফতিমা সানা ২২ রান করেছেন। অন্যদিকে টিম ইন্ডিয়ার হয়ে প্রথমে ব্যাট করতে নামেন শেফালী বর্মা এবং স্মৃতি মান্ধানা। ৩১ বলে ৪৫ রান করেন স্মৃতি মান্ধানা। কিন্তু ৯.৩ ওভারে তিনি আউট হয়ে যান। এরপর একে একে ব্যাট করেন শেফালী বর্মা, দয়ানল হেমলতারা। কিন্তু ৩৫ বল বাকি থাকতে থাকতে ৭ উইকেটে জয়লাভ করে ভারত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...