বিশ্বকাপ শুরু হতে আর সময়ের অপেক্ষা। তার আগে ওয়ার্ম আপ ম্যাচে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে প্রস্তুত কোহলি ব্রিগেড। ওয়ার্ম আপ ম্যাচে তাদের প্রথম প্রতিপক্ষ নিউজিলান্ড। নিউজিলান্ড-এর কঠিন বোলিং লাইন আপ এর কাছে সে ভাবে কোনো ব্যাটসম্যানই নিজেকে মেলে ধরতে পারেননি। ট্রেন্ট বোল্ট এর বোলিং দাপটের কাছে হার মেনেছে রোহিত, ধাওয়ান, রাহুল রা। ১০০ রানের মধ্যে ভারত হারায় ৭টি গুরুত্বপুর্ণ উইকেট। রবীন্দ্র জাদেজার অর্ধশতরান ভারত কে সন্মানজনক স্কোরে নিয়ে পৌঁছায়। ১৭৯ এ শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। যদিও এটা প্রাকটিস ম্যাচ তাও ভারতীয় ব্যাটিং বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশ্বকাপ এর প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ও অঘটন ঘটেছে। আফগানিস্তান এর কাছে ৩ উইকেট হারতে হয় পাকিস্তান কে। অপর দিকে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকা খুব সহজেই হারিয়ে দেয় শ্রীলঙ্কা কে। বিশ্বকাপ শুরুর আগে অন্তত এইটুকু পরিষ্কার যে এই বিশ্বকাপে কাঁটে কা টক্কর দেখতে পাওয়া যাবে।