নিউজিল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে জয় দিয়ে শুরু করল ভারতীয় দল। ম্যাচের প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান করে নিউজিল্যান্ড। জবাবে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারত।
অকল্যান্ডে কলিন মুনরো ৫৯ রান, অধিনায়ক কেন উইলিয়ামসন ৫১ রান, রস টেলরের ৫৪ রান নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান করতে সাহায্য করে নিউজিল্যান্ড দলকে। ভারতীয় দল ব্যাট করতে নেমে প্রথমেই রোহিত শর্মার উইকেট হারালেও দুরন্ত ফর্মে থাকা কে এল রাহুল এর ৫৬ রান, অধিনায়ক বিরাটের ৪৫ রান ও ম্যান অফ দ্য ম্যাচ শ্রেয়স আইয়ারের ৫৮ রান ভারতীয় দলকে লক্ষ্যে পৌছে দেয়। দুদলের বোলাররাই নিজেদের সুবিধে করতে পারেনি। ভারতের হয়ে বোলারদের মধ্যে কম রান দেন বুমরা। এই ম্যাচ জিতে যাওয়ার ফলে অনেকটাই আত্মবিশ্বাস পেয়ে গেল ভারতীয় দল। আগামী রবিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচ জিতলেই পাঁচ ম্যাচের সিরিজে অনেকটাই এগিয়ে যাবে বিরাট বাহিনী।