প্রোশিয়াদের হারাল ভারত

অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসাবে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই তে জয় পেল ভারত। দক্ষিন আফ্রিকাকে ৯ উইকেটে হারাল ভারতের যুবদল।টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিন আফ্রিকা। শুরু থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকেন তারা। ভারতের বোলিং লাইআপের সামনে কার্যত টিকতে পারে নি তারা। তবে দক্ষিন আফ্রিকার হয়ে ভালো ব্যাটিং করেছেন লিউক বেওফর্ট। তার ৯১ বলে ৬৪ রান ছাড়া আর তেমন ভাবে কেউ ব্যাট করতে পারেন নি। ফলে ৪৮.৩ ওভারে ১৮৭ রান করে অল আউট হয়ে যায় প্রশিয়া-রা। ভারতের হয়ে তিনটি উইকেট পান রবি বিষ্ণোই, আর কার্তিক তিয়াগি, সুভাম হেগড়ে ও অর্থব অঙ্কোলেকার দুটি করে উইকেট হাসিল করেন।

৫০ ওভারে মাত্র ১৮৭ টার্গেট থাকার ফলে শুরু থেকেই ধীরে সুস্থে খেলা শুরু করে ভারত। ভারতের হয়ে ‘ইনিংস’ নির্মাণ করেণ দিব্যাংশ সাক্সেনা ও এন তিলক ভার্মা। এই দুই অপেনারের যুগলবন্দিতে ১২৭ রান তোলে ভারত। পরে সাক্সেনা ৮৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলে ভারতের হয়ে বাকি কাজটি করে দেন কুমার কুশাগ্রা অপরাজিত ৪৩ রান ও এন তিলক ভার্মা অপরাজিত ৫৯ রানের ওপর ভর করে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

Read Also :  শওকত আজমি ওরফে শওকত কাইফি

এটা শেয়ার করতে পারো

...

Loading...