বিরাটের, বিরাট চ্যালেঞ্জ

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পর, এবার ক্যারিবিয়ানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ‘মেন ইন ব্লু’| তিন ম্যাচের এই টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টার ন্যাশনাল স্টেডিয়ামে, দ্বিতীয় টি-২০ খেলা হবে ত্রিবান্দ্রামের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ও তৃতীয় টি-২০ খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের খেলোয়াড়দের বিষয়ে

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রামে থাকার পর অবশেষে প্রথম টি২০ ম্যাচে দলে ফিরছেন অধিনায়ক বিরাট কোহলি, বেলিং বিভাগে আরও ভ্যারিয়েশন আনতে ফিরছেন ভুবনেশ্বর কুমার-ও। টেস্টে দুর্দান্ত প্রদর্শনের পর ফের স্কোয়াডে সুযোগ পেয়েছেন মহম্মদ শামি। থাকবে কুলদীপ সিং যাদব-ও। এককথায় ভারতের মাটিতে ভারতকে হারানোর কাজটা যে খুব কঠিন ক্যারিবিয়ানদের তা বলাই যায়।

ক্যারিবিয়ানদের তাঁবুতে আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন না থাকলেও, দলে হেটমায়ার, পুরান, এলভিন লুইস-রা যে ভারতীয় বোলিং লাইনআপে-কে সমস্যায় ফেলতে পারে তা বলাই যায়। আর অধিনায়ক কায়রোন পোলার্ড থাকার ফলে রাসেলের অভাবটা যে খুব একটা ফারাক আনবে না দলের মনোবলে তা হলফ করে বাল যায না।  তাই টি-২০ বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে টি-২০ ম্যাচ জেতার কাজটা কঠিন ভারতের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...