কোরিয়ার মুখোমুখি ভারত

আগামী কাল ইন্টারকন্টিনেন্টাল কাপে আমেদাবাদের ট্রান্সস্টাডিয়া এরিনা স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারতীয় ফুটবল দলসুনীল ছেত্রীর নেতৃত্বে ভারত নামতে চলেছে ডিপিআর কোরিয়ার বিরুদ্ধে। 

নিজেদের প্রথম ম্যাচে ভারতউত্তর কোরিয়া দুই দলই হেরেছে। তাজিকিস্তানের বিরুদ্ধে ২ গোলে এগিয়ে থেকেও ২-৪ গোলে হেরে যায় ভারত। অন্যদিকে সিরিয়ার বিরুদ্ধে ৫-২ গোলে হার মানে উত্তর কোরিয়া। ফলে দুই দলই নিজেদের প্রথম জয় পেতে মরিয়া। ইতিহাস যদিও উত্তর কোরিয়ার পক্ষে রয়েছে, কিন্তু বর্তমানে ভারত একেবারে অন্যরকম ফুটবল খেলছে। গত ম্যাচে নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘানকে না খেলানোর ভুলটি দ্বিতীয়বার করতে চাইবেন না নতুন কোচ ইগর স্টিমাচ। আদিল খানের সাথে জুড়ে যেতে পারেন সন্দেশ। পাশাপাশি দলে ফিরতে পারেন উইঙ্গার ব্যাক রাহুল ভেকে। এছাড়া মিডফিল্ডার হিসেবে অনিরুদ্ধ থাপা, উদান্তা সিং ও সাহাল আব্দুল সামাদ তাদের গতিকে ব্যবহার করে কোরিয়ান ডিফেন্সকে যে সমস্যায় ফেলবে তা বলাই বাহুল্য। আর স্ট্রাইকারে সুনীল ছেত্রীর মত গোলস্কোরার রয়েছে একেবারে দুর্দান্ত ফর্মে। অন্যদিকে উত্তর কোরিয়ার ক্ষেত্রে তাদের মূল শক্তি হতে চলেছে ২৬ বছরের উইঙ্গার জং গিয়ান। সবমিলিয়ে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরতে, বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ কোচ ইগর স্টিম্যাক

এটা শেয়ার করতে পারো

...

Loading...