নুর সুলতানে ফের বাজিমাত ভারতের। ডেভিস কাপ টাই ম্যাচে পাকিস্তান কে ৪-০ ফলাফলে হারাল তারা। যার ফলে পরের বছর ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার্সে জায়গা করে নিল ভারত। প্রথম ম্যাচ খেলা হয় ভারতের রামকুমার রামানাথান ও পকিস্তানের মুহাম্মদ শোয়েবের মধ্যে। যেখানে ৬-০, ৬-২ ফলাফলে জেতে ভারত। ম্যাচ শেষ হয়ে যায় মাত্র ৪২ মিনিটের মধ্যে। রামকুমারের সার্ভিসের কাছে কার্যত টিকতে পারে নি শোয়েব। শেষ অবধি শোয়েব দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে রাখলেও, তা যথেষ্ট ছিল না ভারতীয় প্রতিপক্ষকে হারানোর জন্য।অন্যদিকে পাকিস্তানের হুজায়ফা আব্দুল রহমান কে ৬-০, ৬-২ ফলাফলে হারায় সুমিত নাগাল। এইক্ষেত্রেও নাগালের সফল্য ছিল তার সার্ভিসে, পাকিস্তানের প্রতিপক্ষকে একটিও ব্রেক পয়েন্ট পেতে দেন নি তিনি।
তবে ডেভিস কাপের আসর মাতিয়ে দিয়েছিল ভারতীয় তারকা লিয়েন্ডার পেজ। এই ডেভিস কাপে অভিষেক হওয়া জিভন নেদানচেজিয়ানের সঙ্গে জুটি বেঁধে, ৪৪তম ডবলস ম্যাচ জয় পান পেজ। পাকিস্তানের জুটি কে হারায় ৬-১, ৬-৩ ফলাফলে। এই জয়ের সাথে সাথে তিনি তিনি ছাপিয়ে গেলেন ইতালীয় তারকা নিকোলে পেত্রানজেলির ৪৩টি ডবলস জয়ের রেকর্ড কে। এই জয়ের সঙ্গে সঙ্গে পরের বছর ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার্সে জায়গা করে নিল ভারত। খেলবে, দুই বার ডেভিস কাপ চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।