রবিবার পরমানু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কে-৪ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। এই উৎক্ষেপণ সফল| ইন্টারমিডিয়েট রেঞ্জ-এর সাবমেরিন থেকে এই মিসাইল ৩৫০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম| অন্ধ্রপ্রদেশের উপকূলে সমুদ্র গভীর প্লাটফর্ম থেকে নির্ভুল নিশানায় আঘাত হেনে লক্ষ্যপূরণে সফল কে-৪ মিসাইলটি| এই সাফল্যের ফলে প্রতিরক্ষা ব্যবস্থায় আরো একধাপ এগোলো বলে মনে করা হচ্ছে|
এই ক্ষেপণাস্ত্র কে-৪ মিসাইলের নির্মাতা ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা ডিআরডিও| গত বছরেই কে-৪ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে প্রতিকুল আবহাওয়ার পরিস্থিতির জন্য উৎক্ষেপণের দিন পিছিয়ে যায়। সমুদ্রগর্ভ থেকে নিক্ষেপযোগ্য যে সব মিসাইল ভারতের হাতে রয়েছে, তার মধ্যে কে-৪ সবচেয়ে দীর্ঘ পাল্লার। তবে আগামীদিনে আরো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হতে পারে ব্যালিস্টিক কে-৪ কে | নৌসেনার সাবমেরিন বহরে যুক্ত হতে গেলে আরো কয়েকধাপ পেরোতে হবে|
কে ৪ ছাড়াও এই মুহুর্তে আরো একটি ক্ষেপনাস্ত্র তৈরি করতে চলেছে ডিআরডিও| কারণ এই মুহুর্তে পারমানবিক ক্ষেপনাস্ত্রর দিক থেকে ভারত খানিকটা পিছিয়ে | জলপথে আক্রমন ঠেকাতে মাত্র দুটি শক্তিশালী সাবমেরিনই ভরসা | এই পরিস্থিতিতে ১২ টি সাধারণ সাবমেরিন ও ৬ টি পারমানবিক শক্তিধর সাবমেরিন তৈরির লক্ষ্যমাত্র নিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক |