মধুর প্রতিশোধ ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডের ৩৪ রানে হারের পাল্টা জবাব দিল দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতে। অ্যাডিলেডে ভারতের সামনে তখন রানের পাহাড়। ৫০ ওভারে লক্ষ্য ২৯৯। প্রথম ওয়ানডে তে শোচনীয় হারের পর, হয়ত কেউ ভাবে নি যে জয়ের মুকুট ভারতের মাথায় উঠবে। রোহিত শর্মা ও শিখর ধওয়ান একে একে যথাক্রমে ৪৩ ও ৩২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেও ম্যাচের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও অম্বাতি রায়ডু। দ্বিতীয় জন ২৪ রানে ফিরে গেলেও, জমি আগলে পড়ে ছিল কোহলি। একের পর এক অনবদ্য শটে বিপর্যস্থ করছিল অজি বোলারদের। তবে চমক অপেক্ষা করছিল ধোনির ব্যাটে। ৫৪ বলে ৫৫ রানে করে তিনি আরও একবার প্রমাণ করে দিলেন যে ‘বুড়ো হাঁড়ে জোড় এখনও কমে নি’। যার ফলাফল ৪ বল হাতে থাকতেই ম্যাচ জেতে ভারত। ব্যাটসম্যানের দৌলতে ম্যাচটি জিতলেও ভারতীয় বোলারদের অবদান অস্বীকার করা যায় না। ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামির অনবদ্য বোলিংয়ের জেরেই ২৯৮ রানেই শেষ হয় অজিদের ইনিংশ যা শন মার্শ ব্যাটিং করার সময় মনে হয়েছিল ৩৫০-র কাছাকাছি চলে যেতে পারে দলের রান। এই ম্যাচ জিতে আপাতত সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। পরবর্তী ম্যাচ মেলবোর্নে, সেই ম্যাচে কোহলিরা কি করে সেটা এখন সময়ের অপেক্ষা।