বায়ু দূষণ মোকাবিলায় চাই ‘জরুরী পদক্ষেপ’

বায়ু দূষণ মোকাবিলায় জরুরী পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওরফে ‘হু’। ভারতের বিভিন্ন শহরে বাতাসে টক্সিনের মাত্রা স্বাস্থ্য সংস্থার দেওয়া গাইড লাইনের থেকে অনেকটাই বেশি।প্রায় বিপদসীমা ছুঁয়ে ফেলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মেরিয়া নেইরা জানিয়েছেন এখনই ব্যবস্থা গ্রহণ না করলে  জন স্বাস্থ্য সংকটে পড়বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কয়েকটি সমীক্ষা চালিয়েছে। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টএর  বেশ কিছু জার্নাল প্রকাশ করেছে ভারতের সাম্প্রতিক বায়ুদূষণ নিয়ে। বায়ু দূষণ জনিত কারণে ভারতে অকালমৃত্যুর হার ক্রমশ বাড়ছে।

কেন্দ্রীয় জলবায়ু এবং পরিবেশ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অবশ্য জানিয়েছেন ভারত থেকে করা কোনও সমীক্ষায় বায়ুদূষণের সঙ্গে মানুষের অকালমৃত্যুর সম্পর্ক আছে এমন তথ্য উঠে আসেনি।এভাবে মানুষের মধ্যে ভয় এবং বিভ্রান্তি ছড়ানোর ব্যাপারে সতর্ক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবী করেছে বায়ুদূষণের কারণে যে ভারতীয় নাগরিকদের আয়ুক্ষয় হচ্ছে সে বিষয়ে যথেষ্ট তথ্য তাদের কাছে।ভারতের বিভিন্ন অঞ্চলে জেভাবে বায়ুদূষণ বাড়ছে তাতে মানুষের স্বাস্থ্য ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলে।

দ্য লানসেট নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছিল সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টএর সমীক্ষাটি। তাতে বলা হয়েছে ২০১৭ সাল পর্যন্ত ভারতে আট জনের মধ্যে গড়ে একজনের মৃত্যু হচ্ছে বায়ূদূষণ জনিত রোগে। বাতাসে টক্সিনের মাত্রা বাড়ার কারণে।   

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বয়ান অনুযায়ী পৃথিবীর সবথেকে বেশি দূষিত ২০টি শহরের মধ্যে ১৪টিই আছে ভারতে  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...