চলতি এশিয়ান গেমসে দুর্দান্ত খেলেছে ভারত, পদক তালিকায় কোথায় রয়েছেন তারা?

চলতি বছরের ১৯ তম এশিয়ান গেমসে জয়জয়কার গোটা ভারতীয় দলএদের নিয়ে। প্রতিদিন সকালেই শোনা যাচ্ছে সুখবর, একেরপর এক পদক ঢুকছে ভারতের ঝুলিতে। অ্যাথলিটদের খেলায় গর্বিত গোটা ভারতবাসী। এই মুহূর্তে পদক তালিকায় চার নম্বরে রয়েছে ভারত দল। ভারত টিম ঝুলিতে মোট ৬০ পদক রয়েছে, যার মধ্যে রয়েছে ১৩ টি সোনা, ২৪ টি রুপো ও ২৩ টি ব্রোঞ্জ পদক।

এবার ১০০টা পদকের লক্ষ্য রেখে খেলতে নেমেছেন ভারতের অ্যাথলিটরা। সবথেকে বেশি পদক এসেছে শ্যুটিং থেকে। মোট ২২ টি। যার মধ্যে সোনার পদকই ৭ টি। এশিয়ান গেমসের মঞ্চে ৯ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জও ভারতকে এনে দিয়েছেন শ্যুটাররা। অন্যদিকে, রোয়িংয়ে ২ টি রুপো ও ৩ টি ব্রোঞ্জ, মোট ৫ পদক পেয়েছে ভারত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও পেয়েছে সোনার পদক। অন্যান্য খেলাগুলি যেমন টেনিস, স্কোয়াশ, ইকুয়েস্ট্রিয়ান, এরা একটি করে সোনা পেয়েছে। অ্যাথলেটিক্স থেকে ২ টি সোনা, ৮ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১৬ টি পদক এসেছে ভারতের ঝুলিতে।

thequint_2023-09_6fa26f90-809d-464b-ac57-7e072bbe770a_Asian_Games_2023_Medal_Tally_Table_11zon

চলতি এশিয়ান গেমসে ভারত রয়েছে চতুর্থ স্থানে, ফলে প্রথম তিনটি স্থানে রয়েছে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া। আয়োজক চিনের ঝুলিতে এখনো পর্যন্ত রয়েছে ১৪৭ টি সোনা সহ মোট ২৭০টি পদক রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জাপানের ঝুলিতে ৩৩ টি সোনার পদক সহ ১২২ টি পদক। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের ঝুলিতে ১৩৩ টি পদক থাকলেও সোনা রয়েছে মাত্র ৩১ টি।

এছাড়া অন্যদিকে হকি দল ভারতকে পদক এনে দেবে বলেই প্রত্যাশা দিয়েছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে। এবছরের এশিয়ান গেমসে দারুন ছন্দে রয়েছে ভারতীয় হকি দলও। 'পুল এ'-তে নিজেদের শেষ ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে দারুন খেলে জয় পেল ভারতের হরমনপ্রীত সিংহের দল। হরমনপ্রীত নিজেই হ্যাটট্রিক করলেন অন্যদিকে তিন গোল করলেন দলের মনদীপ সিং। সেমিফাইনালের আগে ভারত দল ১২-০ গোলে হারালো বাংলাদেশকে। 

ভারত ৬০টা পদক পেলেও এখন তাদের লক্ষ্য ১০০ পদকের দিকে। অনেক ইভেন্ট বাকি রয়েছে যেখানে ভারতের ঝুলিতে পদক আসা একেবারে নিশ্চিত। ফলে সবাই আশা করছে খুব দ্রুতই এই সংখ্যাটা বাড়বে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...