এশিয়ান গেমসে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা দখল ভারতের!

চলতি বছরের এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট বিভাগের সেমি ফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিল ভারতীয় দল। তার সঙ্গে এই রুতুরাজ গায়কোয়াড়ের দল সোনা বা রুপো জয়ও নিশ্চিৎ করে ফেলল।   

এদিন সেমি ফাইনালে বাংলাদেশ কোনভাবেই ভারতের সামনে দাঁড়াতে পারেনি। প্রথমেই ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা ভারতকে মাত্র ৯৭ রানের টার্গেট দেয়। কিন্তু তিলক বর্মা ও রুতুরাজ গায়কোয়াড়ের দুর্দান্ত ব্যাটিং পার্ফরমেন্স করে মাত্র ৯.২ ওভারে জয়ের রান তুলে নেয় তারা।

এদিন চীনের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। প্রথম উইকেট নেন রবিশ্রীনিবাসন সাই কিশোর। তিনি ঘরে ফেরান ওপেনার মাহমুদুল হাসান জয়কে। তারপরেই পর পর ২ উইকেট চলে যায় বাংলাদেশ দলের। সেদিন কোনও বড় পার্টনারশিপও গড়ে ওঠেনি তাদের মধ্যে।

 

AG!

শুরু থেকেই বাংলাদেশ নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ভারতের দাপটে এদিন বাংলাদেশ দলের কেউই বেশীক্ষন থাকতে পারেনি মাঠে। ৫০ রান হওয়ার আগেই অর্ধেক জন চলে যায় ঘরে।

ভারতের হয়ে সাই কিশোর ৩টি ও ওয়াশিংটন সুন্দর ২ টি উইকেট পান। ভারতীয় দলে স্পিনাররাই সেদিন বাংলাদেশের ৮টি উইকেট নিয়ে নেই। একটি উইকেট পান বাংলার স্পিনার শাহবাজ আহমেদ।  

অন্যদিকে, বাংলাদেশ দলের ব্যাটিং লাইনে সর্বোচ্চ স্কোর করে জাকের আলির । ২৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া পারভেজ হোসেন করেন ২৩ রান। শেষ বেলায় ৬ বলে ১৪ রান করে যান রাকিবুল হাসান। এদিন কোনও বাংলাদেশ ব্যাটার ২ রানের বেশী পৌছতে পারেনি।

ভারতের হয়ে প্রথমেই খেলতে নামে যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু শতরান যশস্বী এই ম্যাচে কিছুই করতে পারল না। শূন্য রানেই প্রথম উইকেট পড়ে আউত হয়ে যায় যশস্বী। কিন্তু সেই বদলা নিতেই রুতুরাজ গায়কোয়াড় ও তিলক বর্মা দুর্দান্ত খেলে জয়ের রানে পৌঁছে দেন। এদিন রুতুরাজ ৪০ রানে অপরাজিত থাকেন এবং তিলক ৫৫ রানে।

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট দল ভারতের ঝুলিতে সোনা এনে দিয়েছে। এবার ছেলেদের পালা। ফাইনালের টিকিট পাকা করে এখন ভারতের লক্ষ্য সোনা জিতে ইতিহাস গড়া।

ফাইনালে রুতুরাজদের দল খেলতে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। ফাইনাল রয়েছে শনিবার। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...