লড়াইটা হওয়ার কথা ছিল সেয়ানে সেয়ানে। একদিকে দুর্ধর্ষ ফর্মে থাকা ভারতীয় দল, অন্যদিকে বর্তমান টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু টি২০ সিরিজের প্রথম দুটি ম্যাচেই কার্যত ক্যারিবিয়ানদের নিয়ে ছেলেখেলা করে সিরিজটি হাতের মুঠোয় করলেন বিরাট অ্যান্ড কোম্পানি। রবিবার ফ্লোরিডায় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি২০ ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২২ রানে জিতল টিম ইন্ডিয়া।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ওপেনার জুটি শিখর ধাওয়ান ও রো-হিটম্যান শর্মার ৬৭ রানের পার্টনারশিপ, প্রয়োজনীয় শুরুটা প্রদান করে ভারতকে। ধাওয়ানের আউট হওয়ার পর বিরাট এসে ইনিংসের হাল ধরেন। অপরদিকে কেরিয়ারের চুড়ান্ত ফর্মে থাকা রোহিত শর্মা ফ্লোরিডার ছোটো বাউন্ডারিকে কাজে লাগিয়ে একের পর এক বাউন্ডারি মারছিলেন। মারমুখী ৬৭ রানের ইনিংস করে রোহিত যখন ওসেন থমাসের বলে আউট হলেন, সেইসময় ১৮০ রানের দিকেই এগোচ্ছিল ভারত। কিন্তু থমাস ও কটরেলের ওভারে যথাক্রমে ঋষভ পন্থ ও বিরাট কোহলি আউট হওয়ার পর রানের গতি অনেকটাই কমে যায় ভারতের। কিন্তু শেষ ওভারে কিমো পলকে ২০ রান মেরে শেষপর্যন্ত ভারতকে ১৬৭/৫ স্কোরে নিয়ে যান দুই অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ভরাডুবির মধ্যে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পিঞ্চ হিটার সুনীল নারিন ও এভিন লুইসকে দ্রুত আউট করে ম্যাচকে নিয়ন্ত্রণে আনেন ভারতীয় বোলাররা। কিন্তু উইকেটকিপার নিকোলাস পুরান ও রভমন পাওয়েল-এর ধৈর্যশীল ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফিরিয়ে আনে। যদিও পুরান যথেষ্ট ধীরগতিতে খেলছিলেন, কিন্তু অপরদিকে পাওয়েল দুর্দান্ত ব্যাটিং করে নিজের অর্ধশতরান তুলে নেন। তবে ১৪তম ওভারে ক্রুণাল পান্ডিয়া পুরান ও পাওয়েল এর উইকেট তুলে নিয়ে ভারতকে ফের ম্যাচে ফিরিয়ে আনে। শেষপর্যন্ত বৃষ্টির ভ্রক্রুটি সামনে এলে চলে আসে ডাকওয়ার্থ লুইসের হিসাব, আর তাতে পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৫.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ যখন ৯৮/৪, যখন বজ্রবিদ্যুৎ পড়তে শুরু করে এবং খেলা বন্ধ হয়ে যায়। ডিএলএস নিয়মে পিছিয়ে থাকার জন্য ম্যাচে পরাজিত ঘোষিত হয় ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের শেষ টি২০ ম্যাচ খেলতে ভারত আসবে গোয়ানায়। মঙ্গলবার টি২০ সিরিজের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কি পারবে সম্মানরক্ষা করতে, নাকি মেন ইন ব্লু ক্লিন সুইপ করে বেরিয়ে যাবে সিরিজ নিয়ে, সেটিই দেখার।