আয়সম্পন্ন দেশের তালিকায় নিম্ন-মধ্য আয়সম্পন্ন দেশ হিসেবেই রয়ে গেল ভারত

বিশ্ব ব্যাঙ্কের আয়ের তালিকায় সেই তৃতীয় স্থানেই রয়ে গেল ভারতবর্ষ। গত ১৮ বছর ধরে এই স্থানের কোন উন্নতি হয়নি।

Highlights: 

১। বিশ্ব ব্যাঙ্কের আয়ের তালিকায় ভারত কেন পিছিয়ে?

২। আয়সম্পন্ন দেশের তালিকা কীভাবে তৈরী হয়?

৩। ভারতবর্ষর সাথে আর কোন দেশ রয়েছে সেই তালিকায়?

প্রত্যেক বছর বিশ্ব ব্যাঙ্ক বিভিন্ন দেশের আয়ের নিরিখে একটি তালিকা প্রস্তুত করে। এই তালিকা প্রস্তুতের অন্যতম উদ্দেশ্য বিভিন্ন দেশের গড় অর্থনৈতিক অবস্থান পরিমাপ। দেশের প্রত্যেক নাগরিকের বার্ষিক গড় আয়ের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়।

২০২৪-২৫ সালের তালিকায় ভারতের স্থান তৃতীয় নিম্ন-মধ্য আয়সম্পন্ন দেশ হিসেবে। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ভারতের এই একই অবস্থান।

এই তালিকা কোন কোন বিষয়ের নিরিখে প্রস্তুত করা হয়?

কোন দেশের প্রত্যেক নাগরিক সারা বছরে ন্যূনতম ১২ লক্ষ টাকা আয় করলে সেই দেশ উচ্চ আয়সম্পন্ন দেশ হিসেবে গন্য হয়, দেশের নাগরিকদের বার্ষিক গড় আয় ৩ লক্ষ ৭০ হাজার টাকা থেকে ১১ লক্ষ ৭০ হাজার টাকা হলে সেই দেশ উচ্চ-মধ্য আয় সম্পন্ন এবং আয় ৯৫ হাজার টাকা থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত হলে সেই দেশ নিম্ন-মধ্য আয়সম্পন্ন।

আয়সম্পন্ন দেশের তালিকায় ভারতের অবস্থান কী?

এক্ষেত্রে ভারত নিম্ন-মধ্য আয়সম্পন্ন দেশ। প্রাথমিক গণনায় বিশ্ব ব্যাঙ্কের তালিকায় প্রথমে নিম্ন আয়ের দেশ হিসাবেই ছিল ভারত, যা ২০০৬ সালে নিম্ন-মধ্য আয়ের তালিকায় নথিভুক্ত হয়। কিন্তু তারপর থেকে এই অবস্থার আর কোন পরিবর্তন হয়নি।

কিন্তু অপরদিকে বর্তমান বছরে, চীন এবং রাশিয়া উভয় দেশের আয়ের অবস্থানে গুরুত্বপূর্ণ বদল দেখা গেছে। চীন পূর্বে নিম্ন আয়ের দেশ ছিল এবং এখন তারা এই নিরিখে ভারতকেও পেরিয়ে গেছে। অপরদিকে রাশিয়া প্রথমে উচ্চ-মধ্য আয়ের দেশ ছিল যারা এখন উচ্চ আয়সম্পন্ন দেশে পরিণত হয়েছে।

বিশ্ব ব্যাঙ্কের আয়ের তালিকায় উচ্চ আয়সম্পন্ন দেশ হিসেবে রাশিয়া ছাড়াও আমেরিকা, সৌদি-আরব, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, স্পেন, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, পোল্যান্ড সহ ইউরোপের আরো অনেক দেশ রয়েছে।

উচ্চ-মধ্য আয়সম্পন্ন তালিকায় রয়েছে পেরু, আর্জেন্টিনা, কাজাখস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরাক, ইরান, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, ইউক্রেন, তুরস্ক সহ প্রভৃতি দেশ।

ভারতের সাথে সাথে নিম্ন-মধ্য আয়ের তালিকায় রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, উজবেকিস্তান,তাজিকিস্তান, মায়ানমার, বলিভিয়া, মিশর ও নাইজেরিয়ার মতন কিছু দেশ। কেবলমাত্র সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেন হল নিম্ন আয়সম্পন্ন দেশ।

ভারতের অবস্থান কেন পরিবর্তন হয়নি?

তবে এই মানদণ্ড কোনো দেশের জিডিপি বা অর্থনীতির সূচক নয়। এই তালিকা নির্দেশ করে আয়ের গড়-কে অর্থাৎ একটি দেশের প্রত্যেকটি নাগরিকের বার্ষিক আয় ও দেশের অর্থ কতটা সমান পরিমাণে বন্টন হচ্ছে তার উপরে নির্ভর। কারণ, অর্থনীতির বিচারে জিডিপির তালিকায় ভারতের স্থান সারা বিশ্বে পঞ্চম। কিন্তু এই বিশ্ব ব্যাঙ্কের তালিকার ভারতের স্থান পিছিয়ে। এর অর্থ হল, ভারতবর্ষে অর্থনীতির বৃদ্ধি হলেও, সমস্ত নাগরিকদের মধ্যে তা সমান করে বন্টন হয় না, তাতে বৈষম্য রয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...