টি২০ তে ফের রেকর্ড ভারতের

শুক্রবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ-কে ৬ উইকেটে হারানোর পর বেশ কিছু রেকর্ডের অধিকারী হল ভারতীয় দল।ক্যারিবিয়ানদের করা ২০৭ রান তাড়া করতে গিয়ে, ৮ বল হাতে থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় ‘মেন ইন ব্লু’। যা ভারতের টি-২০ ইতিহাসে  সবচেয়ে সফল ও সর্বাধিক ‘রান চেজ’ । ২০০৯ সালে পাঞ্জাবের মোহালি স্টেডিয়ামে, শ্রীলঙ্কার দেওয়া ২০৬ রানের টার্গেটকে তাড়া করে জয় পায় ভারত। এছাড়াও আরও একটি অনবদ্য রেকর্ডের অধিকারী হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫০ বলে ৯০ রান করে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ২৩তম অর্ধশতরান পান তিনি। ভাঙলেন তারই সতীর্থ খেলোয়াড় রেহিত শর্মার ২২টি অর্ধশতরানের রেকর্ড-কে। ১৭টি অর্ধশতরান করে তৃতীয় স্থানে রয়েছে কিউই তারকা মার্টিন গাপটিল। এছাড়াও সর্বচ্চ অর্ধশতরানের তালিকায় রয়েছে পল স্টারলিং (১৬টি অর্ধশতরান) ও ড্যাভিড ওয়ার্নার (১৬টি অর্ধশতরান)।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...