ইউনেসকো পরিচালিত ওর্য়াল্ড হেরিটেজ সাইটের তালিকায় ফের জায়গা করে নিল মুম্বাইয়ের ওভাল মেউডেন এলাকার ভিকটোরিয়ান গথিক আর আর্ট ডেকোরের আদলে তৈরী স্থাপত্যগুলি। ব্যাহারেনের মানামায় ইউনেসকোর ওর্য়াল্ড হেরিটেজ কমিটির ডাকা ৪২ তম অধিবেশনে এই ঘোষণা করা হয়। এলিফ্যান্টা কেভস ও ভিকটোরিয়া টার্মিনাসের পর তৃতীয়বারের জন্য এই শিরোপা পেল মুম্বাই শহরের এই স্থাপত্যগুলি। ভিকটোরিয়ান গথিক আর্কিটেকচার বিভাগে জায়গা করে নিয়েছে ১৮৫৭ -৭৪ সালে তৈরী ওল্ড সেকরেটারিয়েট বিল্ডিং, ১৮৭৪-৭৮ সালে তৈরী ইউনিভারসিটি লাইব্রেরি অ্যান্ড কনভেনশন হল, ১৮৭৮ সালে তৈরী বম্বে হাইকোর্ট সহ আরো অনেক স্থাপত্য । অন্যদিকে আর্ট ডেকো বিভাগে জায়গা পেয়েছে ম্যারিন ড্রাইভের প্রথম সারির স্থাপত্যগুলি, রিগ্যাল অ্যান্ড এরোস সিনেমা, রাম মহল সহ আরও অনেক স্থাপত্য। এই ঘোষণার সাথে সাথে ভারতে ওর্য়াল্ড হেরিটেজ সাইটের সংখ্যা বেড়ে দাড়ালো ৩৭ যার ফলে ভারত বিশ্বে ওর্য়াল্ড হেরিটেজ সাইটের সংখ্যার তালিকায় ৬নম্বর স্থানে উঠে আসল ভারত।