বৃহস্পতিবার বিশ্ব ব্যাঙ্কের 'ইজ অফ ডুইং বিজনেস' শীর্ষক রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে ভারতে ব্যবসা শুরু করা এবং সেটা নির্বিঘ্নে চালানো গোটা ব্যাপারটা গত এক বছরে অনেকটাই সহজ হয়েছে। ফলে বিশ্ব ব্যাঙ্কের দেওয়া ১৯০ টি দেশের তালিকায় ভারত গত এক বছরে ১৪ ধাপ উঠে এসেছে। ভারত এখন ৬৩ নম্বরে রয়েছে। এই ব্যাপারে সবচেয়ে অগ্রগতি ঘটেছে সৌদি আরবের।
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে এই তালিকার প্রথম ৫০টি দেশের মধ্যে আনতে চান। রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালে মোদী সরকার জানিয়েছিল, পাঁচ বছরের মধ্যে এই তালিকায় ভারতকে ৫০টি দেশের মধ্যে নিয়ে আসতে হবে। কর প্রদানের নিয়ম শিথিল করে, সীমান্ত বাণিজ্যের প্রসার ঘটিয়ে ভারত সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে যেতে পেরেছে।
বিশ্ব ব্যাঙ্কের গত বছরের (২০১৮) রিপোর্টে ১৯০টি দেশের তালিকার মধ্যে ভারত ছিল ৭৭ নম্বরে। তার আগের বছর (২০১৭) ছিল ১০০ নম্বরে। বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচিরও প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, এই কর্মসূচি উল্লেখযোগ্যভাবে ভারতে বিদেশী বিনিয়োগ করতে সক্ষম হয়েছে। বিভিন্ন বেসরকারি উদ্যোগকেও এগিয়ে যেতে সাহায্য করেছে। রিপোর্টে ভারত সহ দশটি দেশের অর্থনীতির প্রশংসা করা হয়েছে। আরও বলা হয়েছে, ভারত সহ ওই দশটি দেশের অর্থনীতি এই ব্যাপারে যথেষ্ট অগ্রগতি দেখাতে পেরেছে। উক্ত দশটি দেশের মধ্যে ভারত রয়েছে নয় নম্বরে। আগের তুলনায় ব্যবসা করা সহজ-এই নিরিখে প্রথম দশটি দেশের মধ্যে এই নিয়ে টানা তিনবার ভারতের নাম উঠল।
#India ranks 63rd in @WorldBank’s Doing Business Report (DBR, 2020), improves rank by 14 positions
— PIB India (@PIB_India) October 24, 2019
Read details here: https://t.co/BUSffjoE5i pic.twitter.com/2S7RysmCIV
The relentless effort of PM @narendramodi push for Ease of Doing Business in #India has resulted in a big positive impact. India has jumped from 77th to 63rd rank in Ease of Doing Business as per the report released by World Bank today. Congratulations @narendramodi ji. pic.twitter.com/Ca3oH5M8mL
— Prakash Javadekar (@PrakashJavdekar) October 24, 2019