ভারতের মাটিতে পারমাণবিক চুল্লি তৈরির জন্য মার্কিন সংস্থাকে অনুমোদন দিল আমেরিকা। তবে এই অনুমোদনে কিছু শর্তও দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। সূত্রের খবর, মার্কিন সংস্থা ‘হোল্টেক ইন্টারন্যাশনাল’ -কে ভারতে পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য ছাড়পত্র দিয়েছে আমেরিকা।
২০০৭ সালে ভারত ও আমেরিকার মধ্যে অসামরিক পারমাণবিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা করার চুক্তি হয়েছিল। কিন্তু এখনও অবধি সেই অনুযায়ী কোনও কাজ হয়নি। কিন্তু এবার মার্কিন সংস্থাকে ছাড়পত্র দিল আমেরিকা। ফলে তিনটি ভারতীয় সংস্থাকে শর্তসাপেক্ষে ছোট মডিউলার রিঅ্যাক্টর প্রযুক্তি হস্তান্তর করতে পারবে মার্কিন সংস্থা ‘হোল্টেক ইন্টারন্যাশনাল’। তবে এক্ষেত্রে ভারতের অনুমতিও প্রয়োজন। ওই তিন ভারতীয় সংস্থা ‘হোল্টেক’-এর থেকে পাওয়া প্রযুক্তি এবং তথ্য কেবল শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণাতেই ব্যবহার করবে, এই মর্মে ভারত সরকারের অনুমোদন প্রয়োজন। নাহলে ওই ছাড়পত্র কার্যকর হবে না।
এই ছাড়পত্রের শর্তগুলি হলঃ
১। ওই মার্কিন সংস্থাকে প্রত্যেক ত্রৈমাসিকে মার্কিন সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হবে।
২। কী কী প্রযুক্তিগত এবং অন্য সহযোগিতা করা হচ্ছে, মার্কিন সরকারকে তা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে।
৩। এই ছাড়পত্রের মেয়াদ ১০ বছর, কিন্তু পাঁচ বছরের মাথায় তা পর্যালোচনা করে দেখা হবে।
৪। মার্কিন প্রশাসনের অনুমতি ছাড়া ওই আমেরিকান সংস্থার থেকে পাওয়া তথ্য কোনও তৃতীয় পক্ষের সঙ্গে বা অন্য দেশকে, এমনকি অন্য ভারতীয় সংস্থাকেও দেওয়া যাবে না।