বিশ্বকাপের দল ঘোষণা

আসন্ন অনুর্দ্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা করল ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর ‘অল ইন্ডিয়া জুনিয়র সিলেকশন কমিটি’। ২০২০ সালে জানুয়ারি মাসে দক্ষিন আফ্রিকার মাটিতে বসতে চলেছে ক্রিকেট বিশ্বযুদ্ধের আসর। ভারতের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে উত্তর প্রদেশের ১৯ বছরের ব্যাটসম্যান প্রিয়ম গর্গ-এর ওপর। ভারতের ‘ফার্স্ট ক্লাস’ ম্যাচে দ্বিশতরান ও ‘লিস্ট এ’ ক্রিকেটে শতরান আছে তার। ২০১৯ দেওধর ট্রফিতে ইন্ডিয়া সি দলের হয়ে ভালো খেলেন তিনি। ফাইনালে ‘ইন্ডিয়া-বি’ দলের কাছে হেরে গেলেও, নিজের দলের হয়ে ৭৪ রান করেন তিনি। 

আসন্ন অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপে, গোটা বিশ্ব থেকে ১৬টি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। ভারতের গ্রুপে রয়েছে জাপান, যারা এই প্রথমবার আন্তর্জাতিক কোনও ক্রিকেটে অংশগ্রহণ করছে। এছাড়াও রয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপে প্রথম দুটি স্থানে থাকা দল যাবে পরবর্তী রাউন্ডে।১৯৯৮ সাল থেকে শুরু হয় অনুর্দ্ধ বিশ্বকাপের আসর। তার পর থেকে মোট ৪ বার চ্যাম্পিয়ন হয়ে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দল হল ভারত। ২০১৮ সালে ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ-বারের জন্য চ্যাম্পিয়ন হয় তারা।      

এটা শেয়ার করতে পারো

...

Loading...