আমাদের চারপাশে এখন নানা রকম অসুখ| তার মধ্যে এমন কিছু রোগ আছে যার কথা মানুষ বিশেষভাবে জানেই না| সেইরকমই একটি অসুখ হলো মাল্টিপল স্কেলেরোসিস| এটি একটি দীর্ঘস্থায়ী ক্রমবর্ধমান অসুখ যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমন করে| এর ফলে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে সাংসারিক-সামাজিক কাজে অসমর্থ হয়ে পড়ে এবং ধীরে ধীরে প্যরালাইসিসের আকার নিয়ে থাকে|
এই রোগটি সম্পর্কে খুব বেশি মানুষ না জানার কারণে এখনো পর্যন্ত এই নিয়ে তেমনভাবে সচেতনতা ছড়ায়নি| এই রোগের খুব বেশি প্রচার নেই এবং এই রোগের সীমিত চিকিত্সা থাকার কারণে আক্রান্তের সুস্থ্ হওয়ার সুযোগও প্রায় নেই বললেই চলে|
তাই এমএসএসআই(মাল্টিপল স্কেলেরোসিস সোসাইটি অফ ইন্ডিয়া)র তরফ থেকে আয়োজন করা হয়েছিল একটি সচেতনতা প্রচারের| ২২শে ফেব্রুয়ারী নেতাজীর ভবনের সামনে থেকে এই রোগ সম্পর্কে সচেতনতার প্রচারে একটি মিছিলের আয়োজন করেছিল এই সংস্থা| এই মিছিলে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে সিধুর মতো নানান গুণীজন|এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার ৭০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী অসীম বোস| সেখানে উপস্থিত ছিলেন এমএসএসআই সংস্থার কর্ণধার শ্রী অনির্বান ব্যানার্জি|উপস্থিত ছিল আর্য্য বিদ্যামন্দিরসহ নানা স্কুলের পড়ুয়ারাও|এই সচেতনতা মিছিলে উপস্থিত ছিলেন এই রোগ থেকে মুক্ত হওয়া কিছু মানুষজন|
শ্রী অসীম বোস এবং শ্রী অনির্বান ব্যানার্জির সাথে কথা বলে জানা গেল এই রোগ সম্পর্কে নানা কথা| জানা গেল কি উদ্দেশ্য রয়েছে এই পদযাত্রার পিছনে| তাঁরা জানালেন, এর আগেও এরকম সচেতনতা শিবিরের আয়োজন করেছিল এই সংস্থা