এশিয়া কাপ ফাইনালে ভারতীয় মহিলা দল। পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেল হারমনপ্রিত বাহিনী। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিস্মা মাহারুফ। তবে ব্যট করতে নেমে ব্যটিং বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে চাঁপে পড়ে যায় তারা। তারপর আর কোনো ব্যটসম্যান পাকিস্তান কে সেই চাঁপের মুখ থেকে সরিয়ে আনতে পারে ধারাবিহিক ভাবে উইকেট হারাতে থাকে তারা। যার ফলে ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ৭২ রান করে পাকিস্থান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। মিথালী রাজ আর দিপ্তি শর্মার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। তবে সেই আসন্ন বিপদ থেকে ভারতকে মুক্ত করে আনে স্মৃতি মনধানা ও টি-২০ অধিনায়ক হারমনপ্রিত কৌর। তাদের মধ্যে ৬৮ রানের পার্টনারশিপ প্রয়োজনীয় জয় এনে দেয় ভারতকে।