ভারতবর্ষ আরও একটি মারণ ক্ষেপণাস্ত্রর সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। ক্ষেপণাস্ত্রটির নাম হল , মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৪। শুক্রবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক মিসাইলটি ৪,০০০ কিলোমিটার পর্যন্ত যেকোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম।
হাইলাইটসঃ
১। ভারতবর্ষ মারণ ক্ষেপণাস্ত্রর অগ্নি-৪ –এর উৎক্ষেপণ সম্পন্ন করেছে
২। এটি ৪,০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম
৩। অগ্নি-৪ ছাড়াও ভারতের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ রয়েছে
মিসাইলের সফল উৎক্ষেপণের পর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অগ্নি-৪-এর কর্মক্ষমতা ও প্রযুক্তিগত পরামিতিগুলি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। কৌশলগতভাবে, ভারতের জন্য এই মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশের প্রধান দুই প্রতিবেশী চিন এবং পাকিস্তানের ওপর সহজেই আঘাত হানতে সক্ষম। ২০ মিটার লম্বা এই মিসাইলটি ১,০০০ কেজি পেলোড বহন করতে পারে এবং এটিকে রোড-মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যেতে পারে, যা এটিকে সহজে বহনযোগ্য করে তোলে।
অগ্নি-৪ ছাড়াও ভারতের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ রয়েছে, যা ৭,০০০ থেকে ৮,০০০ কিলোমিটার দূরে যেকোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। এর আগে, এপ্রিলে, ডিআরডিও নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল অগ্নি-প্রাইম-এর সফল পরীক্ষা করেছিল।