২০২০ টোকিয়ো অলিম্পিক কোয়ালিফায়ার্সে প্রতিপক্ষ কে হারিয়ে অলিম্পিকের মূল পর্বে ভারতীয় হকি দল। রাশিয়া কে ৭-১ গোলে হারিয়ে ভারতীয় পুরুষ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হেরেও ভারতীয় মহিলা দল জায়গা করে নিল আসন্ন অলিম্পিকে।
প্রসঙ্গত, অলিম্পিক কোয়ালিফায়ারের ম্যাচগুলিকে দুই ভাগে ভাগ করা হয়, ফার্স্ট লেগ-এ রাশিয়াকে ৪-২ গোল ও সেকেন্ড লেগ-এ রাশিয়াকে ৭-১ গোলে হারিয়ে গড়ে ১১-৩ ফলাফলে জিতে মূল পর্বে প্রবেশ করে ভারতীয় পুরুষ হকি দল। অন্যদিকে ভারতের মহিলা ব্রিগেড আশানুরূপ ফল করতে ব্যর্থ হয়। ফার্স্ট লেগে যুক্তরাষ্ট্রকে ৫-১ গোলে হারালেও, সেকেন্ড লেগে ৪-১ গোলে হারতে হয় ভারতকে। দ্বিতীয় লেগে-র খেলার প্রথম দিকেই ৪-০ গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। গড় গিয়ে দাড়ায় ৫-৫। তবে ৪৮ মিনিটের মাথায় ভারতের হয়ে একটি গোল করে রাণী রামপাল, যার ফলেই আবারও গড়ে এগিয়ে যায় ভারত। ম্যাচের বাকি সময়টা মার্কিন যুক্তরাষ্ট্র মাঠ জুড়ে দাপিয়ে বেড়ালেও, ভারতীয় মহিলাদের রক্ষণশীল খেলার কোনও পাল্টা জবাব দিতে পারে নি মার্কিনি মহিলারা। ফলাফল ৬-৫ গড়ে এগিয়ে থেকে অলিম্পিকের মূল পর্বে প্রবেশ করে ভারতীয় মহিলারা।
তবে একই প্রতিপক্ষের কাছে প্রথমে রাজকীয় জয় তারপরে শোচনীয় হারের ফলে ভারতীয় মহিলাদের ছন্দ নিয়ে প্রশ্ন উঠছেই বিশেষজ্ঞ মহলে। তাই এখন দেখার অলিম্পিকে নিজেদের ভুল ভ্রান্তি কাটিয়ে রাণী রামপাল-রা ছন্দে ফিরতে পারে কিনা।