টেস্ট সিরিজে জয় পেলেও একদিনের সিরিজে প্রথম ম্যাচেই হার ভারতের। শনিবার সিডনিতে প্রথম একদিনের ম্যাচে ভারতকে ৩৪ রানে হারাল অজিরা। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ২৮৮ রান। অজিদের হয়ে সর্বাধিক রান করেন হ্যান্ডসকম। তিনি ৬১ বলে ৭৩ রান করেণ। তাঁর ইনিংসটি সাজানো ছিল দুটি ওভার বাউন্ডারি চারটি বাউন্ডারির সাহায্যে। ৭০ বলে খেলে চারটি বাউন্ডারির সাহায্যে সন মার্স করেন ৫৪ রান। শেষ দিকে ৪৩ বলে স্টয়নিস করেন অপরাজিত ৪৭ রান। তাঁর ইনিংসটিতে ছিল ২ টি ওভার বাউন্ডারি। এবং দুটি বাউন্ডারি। ভারতের হয়ে দুটি করে উইকেট পান কুলদ্বিপ যাদব এবং ভুবনেশ্বর কুমার আর ১টি উইকেট পান রবীন্দ্র জাদেজা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মেন ইন ব্লু। স্কোর বোর্ডে ৪ রান উঠতে না উঠতেই ৩ উইকেট হারিয়ে বসে ভারত। একে একে প্যাভিলিয়নে ফিরে যান শিখর ধাওয়ান, অম্বতি রাইডু ও অধিনায়ক বিরাট কোহলি। শুরুতেই বিরাট ধাক্কা সামলে ভারতকে লড়াইয়ে ফিরিয়ে আনেন প্রাক্তন অধিনায়ক ধোনি এবং রোহিত শর্মা। চতুর্থ উইকেটের জুটিতে রোহিত-মাহি সংগ্রহ করে মুল্যবান ১৩৭ রান। ৯৬ বল খেলে ১টি ওভার বাউন্ডারি এবং ৩ টি বাউন্ডারির সাহায্যে ধোনি করেন ৫১ রান। ১২৯ বলে রোহিত শর্মা ৬ টি ওভার বাউন্ডারি এবং ১০ বাউন্ডারির সাহায্যে ১৩৩ রান করলেও ভারতের হার বাঁচাতে পারেননি তিনি। শেষ দিকে ভুবনেশ্বর কুমার অপরাজিত ২৯ রান করেন। অস্ট্রেলিয়ার সফল বোলার হলেন রিচার্ডসন তিনি ২৬ রানের বিনিময়ে ৪ টি উইকেট পান। নির্ধারিত ৫০ ওভারে ভারত সংগ্রহ করে ২৫৪ রান। অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়ে ম্যাচের সেরা রিচার্ডসন। তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে রইল ১-০ ব্যবধানে।