টার্গেট ছিল ২৮৭ রান, তখনও ভাবা যায় নি যে এই টেস্ট হারতে পারে ভারত। অ্যাডিলেড টেস্টে ভারতীয় দলের পার্ফরম্যান্স দেখে মনে হয়েছিল যে দলটা জিততে এসেছে। তার ওপর দলে নেই ওয়ার্নার স্মিথের মত ধ্বসাত্মক ব্যাটসম্যান। তাই বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয় পাওয়ার স্বাদ হয়ত উপভোগ করতে পারে ভারত। যদিও এখনই সেই স্বপ্ন শেষ হয়ে যায় নি। হাতে আছে আরও দুটি ম্যচ। কিন্তু পার্থের পিচে এ যেন এক অন্য ভারতীয় দলকে দেখল দর্শক। শুরু থেকেই ধারাবাহিক ভাবে উইকেট পড়তে থাকে ভারতের। দ্বিতীয় ইনিংসের শুরুতেই কেএল রাহুল আর মুরলি বিজয়ের উইকেট হারিয়ে চাঁপে পড়ে যায় ভারত। ব্যার্থ হয় চেতস্বর পুজারাও, ১১ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। অসি বোলার ন্যাথান লিওন, মিচেল স্টার্ক আর হ্যাজেলউড চাঁপ কাটিয়ে উঠতে দেয় নি ভারতকে। অধিনায়ক বিরাট কোহলি আর অজিঙ্কা রাহানে পিচে অনেক্ষন টিকে থাকলেও দলের হয়ে রানকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে নি। ৪০ বল খেলে ১৭ রান পান বিরাট আর ৪৭ বল খেলে ৩০ রান করে রাহানে। অবশেষে ইয়াং স্কোয়াড হনুমা বিহারি ও রিশভ পন্ত, দলকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তা খুব একটা লাভজনক হয়নি। ৭৫ বলে ২৮ রান আর ৬১ বলে ৩০ রান করে একে একে প্যাভিলিয়নে ফিরে যান তারা। তাঁদের আউট হওয়ার সাথে সাথে ম্যাচ জয়ের আশাও শেষ হয় যায় ভারতের। ম্যাচ জেতার দায়িত্ব টেল এন্ডারদের হাতে এসে পড়ায় খেই হারিয়ে ফেলে ইশান্ত, শামি ও বুমরাহরা। ন্যাথান লিয়ন, স্টার্ক ও হ্যাজেলউডের অনবদ্য বেলিংয়ের জেরে অবশেষে হার স্বীকার করতে হয় ‘মেন ইন ব্লু’। এই পরাজয়ের সাথে সাথে ৪ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল অসি ব্রিগেড।