ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রতিপক্ষ

আসন্ন ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের প্রতিপক্ষ ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ৭ই জুলাই-এর এই প্রতিযোগীতায় অংশগ্রহন করবে সিরিয়া, উত্তর কোরিয়া ও তাজিকিস্তান। যদিও বা এআইএফএফ-র ঘোষণা করার অনেক আগেই তাজিকিস্তানের খেলার ইঙ্গিত দিয়েছিল তাদের ফুটবল ফেডারেশন, শুধু অপেক্ষা ছিল এআইএফএফ-র ঘোষণার। ভারতের মাটিতে ৭ই জুলাই থেকে ১৮ই জুলাই অবধি চলবে এই টুর্ণামেন্ট। ২০১৮ সালে শুরু হয়েছিল এই টুর্ণামেন্টের পথচলা। প্রথমবারের ফাইনালে কেনিয়ার মত আফ্রিকান দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব ফুটবলের দরবারে নিজেকে প্রতিষ্ঠা করে ভারত। আগের বারের তুলনায় এবারের প্রতিপক্ষ একটু কঠিন হলেও হার মানতে নারাজ 'ব্লু টাইগার্স' আর সুনীল ছেত্রীর অধিনায়কত্বে তাই এবারেও চমক দেখাতে প্রস্তুত ভারত। সামনেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, তাই তার আগে ইন্টারকন্টিনেন্টাল কাপকে একটি প্রস্তুতী পর্ব হিসাবেই বেছে নিচ্ছে 'মেন ইন ব্লু'। টুর্ণামেন্টের গন্তব্যস্থল এখনও স্থির না হলেও ঘরের মাটিতে বাকিদের থেকে যে অনেকটাই এগিয়ে থাকবে ভারত, তা বলাই যায়। তবে উত্তর কোরিয়ার মত দল যাদের বিশ্ব কাপের অভিজ্ঞতা আছে, তাদের বিরুদ্ধেই ভারতের লড়াইটা কতটা কঠিন হয় তা সময়ের অপেক্ষা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...