আরও একটি সাউথ এশিয়ান গেমস, আরও একবার শীর্ষস্থানে শেষ করল ভারত। ১৯৮৪ সালে শুরু হয়ে সাউথ এশিয়ান গেমসের পথচলা। সেই থেকে শুরু হল এই প্রতিযোগিতায় ভারতের ‘মোনোপলি’। প্রত্যেকবার বিভিন্ন দেশের অংশগ্রহন, বহু খেলার সংযোজন হলেও এই প্রতিযোগিতায় কিন্তু শীর্ষস্থান থেকে কেউ টলাতে পারেনি ভারতকে।
২০১৯ সালেই সেই একই ফলাফল। ৩১২টি পদক জিতে এই নিয়ে টানা ১৩বার সাউথ এশিয়ান গেমসে শীর্ষস্থানে শেষ করল ভারতীয় কন্টিনজেন্ট। ভারতের প্রাপ্ত এই ৩১২টি পদকের মধ্যে রয়েছে ১৭৪টি সোনা, ৯৩টি রুপো ও ৪৫টি ব্রোঞ্জ। তবে এইবছর শীর্ষস্থানে শেষ করলেও ২০১৬ সালে ১৮৯টি সোনা আসে ভারতের ঘরে। অর্থাৎ এইবার প্রায় ১৫টি স্বর্ণপদক কম অর্জন করেছে ভারত। তবে সেই বছর ভারতের পদক সংখ্যা ছিল ৩০৯, যা এইবার গিয়ে দাড়িয়েছে ৩১২টিতে। যা সাউথ এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের সর্বচ্চ পদক জয়।
ভারতের পর ৫১টি সোনা, ৬০টি রুপো ও ৯৫টি ব্রোঞ্জ জিতে, দ্বিতীয় স্থানে শেষ করে নেপাল। তাদের মোট পদক সংখ্যা ২০৬। এই নিয়ে দ্বিতীয়বার, দ্বিতীয় স্থানে এই প্রতিযোগিতা শেষ করল নেপাল। ৪০টি সোনা, ৮৩টি রুপো ও ১২৮টি ব্রোঞ্জ পদক জিতে তৃতীয় স্থানে শেষ করে শ্রীলঙ্কা। তাদের মোট পদক সংখ্যা ২৫১। এর সাথে সাথে আবারও সাউথ এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়া অধরাই থেকে গেল তাদের। ১৩১টি পদক জিতে চতুর্থ স্থানে পাকিস্তান, ১৩৮টি পদক জিতে পঞ্চম স্থানে বাংলাদেশ, ৫টি পদক জিতে ষষ্ঠ স্থানে মালদ্বীপ ও ২০টি পদক জিতে অন্তিম স্থানে রয়েছে ভুটান।