শুটিং এ দুই শক্তিধর দেশ চিন এবং আমেরিকাকে সরিয়ে ২০১৯ সালে সেরা দল হল ভারত। এই অভাবনীয় সাফল্যে খুশি ভারতীয় শুটাররা।
২০১৯ সালে ভারতীয় দল মোট ২১টি সোনা, ৬টি রুপো, ৩টি ব্রোঞ্জ পেয়ে রাইফেল পিস্তল শুটিং এ এক নম্বরে শেষ করে। সর্বভারতীয় শুটিং সংস্থার প্রেসিন্ডেন্ট রনিন্দর সিংহ ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেন। এই তালিকায় ভারত মোট ৩০টি পদক পেয়ে প্রথম স্থানে রয়েছে। এর পরের স্থানে রয়েছে চিন যারা মোট পদক সংখ্যায় ভারতের থেকে বেশি থাকলেও ১১টি সোনা, ১৫টি রুপো, ১৮টি ব্রোঞ্জ পেয়ে তারা দ্বিতীয়। তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা যারা ৬টি সোনা, ৬টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক পেয়েছে।
ইতিমধ্যেই টোকিও অলিম্পিকের জন্য ভারতের ১৫ জন শুটার যোগ্যতা অর্জন করেছেন। এর মধ্যে কিছু কিছু পদকের জোরালো দাবিদার বলে মনে করা হচ্ছে। অলিম্পিক থেকে এই বছর তাই শুটিং এর ক্ষেত্রে বেশি পদক পাওয়ার আশা জেগে উঠেছে সমস্ত ভারতীয়দের মনে।