রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করল ভারত কোনও রকম ভোটাভুটি ছাড়াই। এর আগেও সাতবার নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করেছে ভারত, ১৯৫০-’৫১, ১৯৬৭-’৬৮, ১৯৭২-’৭৩, ১৯৭৭-’৭৮, ১৯৮৪-’৮৫, ১৯৯১-’৯২। একেবারে হালে ভারত অস্থায়ী সদস্য হয়েছিল ২০১১-’১২ সালের জন্য। কিন্তু এই প্রথমবার ভোটাভুটি ছাড়াই সেই পদ পেল। এই বিষয়কে ভারতকে সমর্থন করল চীন, পাকিস্তান সহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার ৫৫টি দেশ। নিঃসন্দেহে এটি একটি বড় কূটনৈতিক জয়।
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন, নিরাপত্তা পরিষদের সদস্যপদ পাওয়ার গুরুর্ত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ খবরটি দিয়ে ভারতকে সমর্থন করা ৫৫টি দেশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলি হল আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দেশকে দু বছরের জন্য অস্থায়ী সদস্যপদ দেওয়ার নির্বাচন হয় রাষ্ট্রপুঞ্জে। অস্থায়ী সদস্যপদের দেশগুলির জন্য রয়েছে দশটি আসন। নির্বাচনে ভোট দেন সাধারণ পরিষদের ১৯৩ সদস্যভুক্ত দেশ। এই জয়ের ফলে ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হবে ২০২১ এবং ২০২২ সালের জন্য। বাকি ন'টি আসনের জন্য ভোট হবে ২০২০ সালের জুন মাসে। এখন যে ১০টি দেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য, তাদের মধ্যে রয়েছে- বেলজিয়াম, কোতে দ্য ভঁয়ে, ডমিনিকান রিপাবলিক, ইকোয়েটোরিয়াল গিনি, জার্মানি, ইন্দোনেশিয়া, কুয়েত, পেরু, পোল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
মোট ৫টি এলাকা থেকে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ১০টি দেশকে ভোটাভুটির মাধ্যমে বেছে নেওয়া হয়। আফ্রিকা ও এশিয়া, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান রাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ সহ অন্যান্য দেশ। ভারতকে এবারে আর ভোটের জন্য অপেক্ষা করতে হবেনা। চীন, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, সৌদি আরব, ভুটান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, জাপান, কুয়েত, নেপাল, মায়ানমার, শ্রীলংকা, ভিয়েতনাম সহ মোট ৫৫টি দেশ।
A unanimous step.
— Syed Akbaruddin (@AkbaruddinIndia) June 26, 2019
Asia-Pacific Group @UN unanimously endorses India’s candidature for a non-permanent seat of the Security Council for 2 year term in 2021/22.
Thanks to all 55 members for their support. 🙏🏽 pic.twitter.com/ekNhEa19U1