আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে উন্নতি ভারতের। ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতে দ্বিতীয় স্থানে উঠে আসল ভারত। ১২৬ পয়েন্ট পেয়ে আপাতত শীর্ষ স্থানে রয়েছে ইংল্যান্ড। ব্যাটিং ও বোলিং বিভাগে যথাক্রমে শীর্ষ স্থান অব্যাহত কোহলি ও বুমরাহ-এর। তবে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনির। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার অনবদ্য পার্ফরম্যান্সের ফলে ২০ নম্বর স্থান খেকে ১৭ নম্বরে উঠে এসেছে এক্স ক্যাপটেন কুল। তাছাড়াও ভারতীয় বোলারদের মধ্যে ব়্যাঙ্কিয়ের উন্নতি হয়েছে লেগ স্পিনার যুজবেন্দ্র চ্যাহেলের। অষ্টম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। তাছাড়াও ওডিআই ব়্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে ভারতের দ্বিতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের। ২৩ নম্বর থেকে ছয় ধাপ উঠে ১৭ নম্বরে উঠে এসেছেন তিনি। ব্যাটিং বিভাগে উন্নতি ঘটেছে কেদার যাদবের। আট ধাপ এগিয়ে ৪৩ থেকে ৩৫তম স্থানে উঠে এসেছেন তিনি। ভারতীয় খেলোয়াড়দের পাশাপাশি ব়্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে এসেছে নিউজিল্যান্ডের তরুণ ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। চতুর্থ ওডিআইতে ভারতের বিরুদ্ধে ২১ রানে ৫ উইকেট নিয়ে সাত ধাপ এগিয়ে আপাতত শীর্ষে থাকা বুমরাহ ও আফগানিস্তানের রশিদ খানের পরেই রয়েছে তার নাম। তবে দল হিসাবে আশাহত হয়েছে নিউজিল্যান্ড। ভারতের কাছে ওডিআই সিরিজ ৪-১ হারার পর অবনতি হয়েছে তাদের ব়্যাঙ্কিংয়ে। তৃতীয় স্থান থেকে চতূর্থ স্থানে নেমে গেছে কেন উইলিয়ামসন-রা। তালিকায় নতুন সংযোজন হয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও নেপালের। রেটিংসে অনেকটা পিছিয়ে থাকলেও দল হিসাবে ১৫ তম স্থানে আছে তারা।