রেফারির লম্বা বাঁশি জানিয়ে দিল যে দ্বিতীয়ার্ধের খেলাও শেষ। স্কোর লাইন বলছে ভারত ৫-০ শ্রীলঙ্কা। স্টেডিয়ামে যে গুটি কতক দর্শক ছিল সবাই তখন ব্যাস্ত ভারতীয় মহিলাদের জয়ধ্বনিতে। ৫টি গোল ৫ জন দাবিদার। প্রথম গোলটি আসে প্রথমার্ধের ৪ মিনিটের মাথায়। বাঁ দিক থেকে উঠে আসা সঞ্জুর শট বারে লেগে ফিরে আসলে গ্রেস জাঙ্গমেইয়ে তা থেকে গোল করতে কোনও ভুল করে নি। তার ঠিক তিন মিনিট পর ভারত ব্যাবধান বাড়িয়ে নেয় যখন সঞ্জুর থ্রুবলে সান্ধিয়ার শট প্রতিপক্ষের জালে জড়িয়ে যায়। তৃতীয় গোলটি আসে ৩৬ মিনিটের মাথায়, সৌজন্যে সেই সঞ্জু, যখন মার্কারকে কাটিয়ে তাঁর অনবদ্য ক্রসের ফিনিশ দিতে কোনও ভুল করেনি ইন্দুমতি। চতূর্থ গোলটি আসে ৪৫ মিনিটের শেষে যখন ডি বক্সের ভিতরে হ্যান্ডবল করে শ্রীলঙ্কা। রেফারি পেনাল্টি ঘোষণা করলে সঙ্গিতার দৌলতে ব্যবধান চারগুন বাডি়য়ে নেয় ভারত। এতেই থেমে থাকে নি ভারত দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই আরও একটি গোল দিয়ে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় রতনবালা।