উন্নতির শিখরে ভারতীয় মহিলা হকি দল। স্পেনের বিরুদ্ধে সিরিজ ড্র করার পর এবার আয়ারল্যান্ড বধ। প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্বকাপের রানার্স আপ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১-১ ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে একই প্রতিপক্ষকে ৩-০ গোলে হারাল ভারত। খেলার শুরু থেকেই আইরিস ডিফেন্সকে ব্যস্ত রাখে ভারত। একের পর এক আক্রমণের সাহায্যে বিপর্যস্ত হয়ে পড়ে আইরিস ডিফেন্স। আর তাতেই ১৩ মিনিটের মাথায় নভজত কৌরের ফিল্ড গোলে এগিয়ে যায় ভারত। ২৬ মিনিটের মাথায় দিপ গ্রেস এক্কার অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করে রিনা খোকার। ভারতের হয়ে তৃতীয় গোলটি করে গুরজিত কৌর, যখন অন্তিম কোয়ার্টারে ভারতকে অবৈধ ফাউল কারার ফলে পেনাল্টি কর্নার পায় ভারত। গোটা ম্যাচে শুধুমাত্র যে ভারতই আধিপত্য বিস্তার করে গেছে সেটা বলা ঠিক হবে না। কারণ আইরিসরাও অনেক সুযোগ তৈরী করেছিল কিন্তু ভারতের ডিসিপ্লিন্ড ডিফেন্সের কাছে গিয়ে বার বার প্রতিহত হতে হয়েছে তাদেরকে। ভারতের এই জয়ে উচ্ছসিত দলের চিফ কোচ জর্ড মারিনজে। তাঁর মতে ৯ দিনে ৬টি ম্যাচ খেলা খুব একটা সহজ ছিল না, তার ওপর কাঁধে চোট থাকার কারনে প্রথমদিকের ম্যাচগুলিতে দলে ছিল না স্টার খেলোয়াড় তথা অধিনায়ক রাণী। তাই বাইরের মাটিতে নিজেদের প্রমাণ করতে পেরে আনন্দিত গোটা ভারতীয় শিবির।